ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

৮৬৯ টি পাসে লা লিগার ‘পাসিং রেকর্ড’ গড়লো রিয়াল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০২ ১৯:৩০:২৬
৮৬৯ টি পাসে লা লিগার ‘পাসিং রেকর্ড’ গড়লো রিয়াল

নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা ম্যাচগুলোর মধ্যে কালকের ম্যাচেই সবচেয়ে বেশি পাস খেলেছে রিয়াল। ২০১৬ ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে জাপানের কাশিমা অ্যান্টলার্সের বিপক্ষে ম্যাচে ৮৮২টি পাস খেলেছিল মাদ্রিদের ক্লাবটি। সেই ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত সময়ে।

লা লিগায় এ পর্যন্ত তিন ম্যাচ খেলেছে রিয়াল। এই তিন ম্যাচেই লোপেতেগি বুঝিয়ে দিয়েছেন, শিষ্যদের নিয়ে পাসিং ফুটবলেই তিনি বেশি মনোযোগী। লা লিগায় কাল পর্যন্ত পাসিং ফুটবল খেলায় রিয়াল কিন্তু বাকি দলগুলোর চেয়ে এগিয়ে। মোট ১৫০৫টি পাস খেলেছেন লোপেতেগির শিষ্যরা। বার্সা ১৪৭০টি পাস খেলে রিয়ালের পেছনে। যদিও এ পর্যন্ত দুই ম্যাচ খেলেছে আর্নেস্তো ভালভার্দের দল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ