ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

মিঠুন নাকি আরিফুল, সাব্বিরের জায়গায় খেলবে কে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০২ ১৯:১২:২৩
মিঠুন নাকি আরিফুল, সাব্বিরের জায়গায় খেলবে কে

সাব্বিরের জায়গায় টিম ম্যানেজমেন্টের নজরে আছে আরিফুল হক ও মোহাম্মদ মিঠুন। টি-টোয়েন্টি ফরম্যাটে এই পজিশনে ব্যাট করেছে আরিফুল হক। অন্যদিকে আয়ারল্যান্ডে এ’দলের বিপক্ষে দুর্দান্ত ব্যাট করেছেন মোহাম্মদ মিঠুন। সাত ইনিংসে তিনটি অর্ধশত করেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।। এরই ফলে সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে মিঠুন।

ছয় নম্বর অবস্থান প্রসঙ্গে হাবিবুল বাশার বলেছেন, ‘যেহেতু সাব্বির রহমান অফফর্মে,তাই এই জায়গায় আমরা মিঠুন আলীকে চেষ্টা করে দেখতে চাই। অন্যদিকে আরিফুলের ঘরোয়া লিগের পারফরম্যান্স কিন্তু ভালো। আপনি যদি ওর প্রথম শ্রেণির রেকর্ড দেখেন, সে কিন্তু বড় বড় সেঞ্চুরি করে।’

নতুন জায়গা পাওয়া তিন ক্রিকেটারকে পর্যাপ্ত সুযোগ দেয়া হবে এমনই জানিয়ে তিনি বলেন, ‘আমিসহ আমাদের নির্বাচকদেরও আরও ধৈর্য্য ধরতে হবে যেন তারা পর্যাপ্ত সুযোগ পায়। জাতীয় দলে অন্তত তিন-চারটা ম্যাচ খেলতে পারে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ