ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

মুরলিধরনকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০২ ১২:৫৮:৩৬
মুরলিধরনকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় সাকিব

অবসরের আগে মোট ২৪টি এশিয়া কাপের ম্যাচে ১০টি ক্যাচ ধরেছিলেন মুরলি। অপরদিকে এখন পর্যন্ত মোট ১৪ ম্যাচে ৯টি ক্যাচ ধরেছেন টাইগার অলরাউন্ডার সাকিব। বর্তমানে টুর্নামেন্টটিতে সর্বোচ্চ ক্যাচ ধরার তালিকায় ষষ্ঠ স্থানে আছেন তিনি।

এদিকে চলতি মাসের ১৫ তারিখে মুরলির দেশের বিপক্ষেই এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচেই লঙ্কান কিংবদন্তীকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাকিবের।

এশিয়া কাপে সর্বোচ্চ ক্যাচ ধরার তালিকায় শীর্ষে আছেন আরেক লঙ্কান কিংবদন্তী মাহেলা জয়াবর্ধনে। ২৮ ম্যাচে ১৫টি ক্যাচ ধরেছিলেন তিনি। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অবস্থানে আছেন যথাক্রমে ইউনিস খান (১৪টি), অরবিন্দ ডি সিলভা (১২টি) এবং সুরেশ রায়না (১১টি)।

এশিয়া কাপে সর্বোচ্চ ক্যাচ লুফে নেয়া ক্রিকেটারের তালিকা-

১। মাহেলা জয়াবর্ধনে- (২৮ ম্যাচে ১৫টি)

২। ইউনিস খান- (১৪ ম্যাচে ১৪টি)

৩। অরবিন্দ ডি সিলভা- (২৪ ম্যাচে ১২টি)

৪। সুরেশ রায়না- (১৮ ম্যাচে ১১টি)

৫। মুত্তিয়া মুরলিধরন- (২৪ ম্যাচে ১০টি)

৬। সাকিব আল হাসান- (১৪ ম্যাচে ৯টি)

৭। ভিরাট কোহলি- (১৬ ম্যাচে ৯টি)

৮। অ্যাঞ্জেলো ম্যাথিউস- (১২ ম্যাচে ৮টি)

৯। রোশন মহানামা- (১৬ ম্যাচে ৮টি)

১০। উপল চন্দনা- (১০ ম্যাচে ৭টি)

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ