ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়ের ইতিহাস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০২ ১২:৫৩:৪২
এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়ের ইতিহাস

এটি ছিল হংকং এর প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। এই ম্যাচে অভিষেক হয়েছিল বাংলাদেশ জাতীয় দলের স্পিন জাদুকর আব্দুর রাজ্জাকের। সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ড, কলম্বোতে হংকং এর বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ দল।

ব্যাটিংয়ে নেমে দলীয় ১০ রানের মাথায় ১২ বলে ৯ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন সে সময় দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ আশরাফুল। দ্বিতীয় উইকেট পার্টনারশিপে অধিনায়ক হাবিবুল বাশারকে সাথে নিয়ে ৮৫ রানের পার্টনারশিপ গড়েন ওপেনার জাভেদ ওমর বেলিম।

দলীয় ৯৫ রানের মাথায় ৪৪ বলে ৩২ রান করে আউট হন অধিনায়ক হাবিবুল বাশার। এরপর রাজেন সালে ১০ অলক কাপালি ২ রানে আউট হলে বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ১৪৫ রানে 5 উইকেট পতন ঘটে। ১১৩ বলে ৬৮ রান করে আউট হন ওপেনার জাভেদ ওমর বেলিম।

এরপর খালেদ মাহমুদ সুজনের ২২ এবং খালেদ মাসুদ পাইলটের ২৬ রানে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৪৮.২ ওভারে ১০৫ রানে অলআউট হয় হংকং ক্রিকেট দল।

অভিষিক্ত আব্দুর রাজ্জাক ৯ ওভারে ১৭ রানে তিনটি, মুশফিকুর রহমান, খালেদ মাহমুদ এবং মোহাম্মদ রফিক নেন দুটি করে উইকেট। ওই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জাভেদ ওমর বেলিম। ছবি : গেটিইমেজ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ