ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

বিসিবির পর এবার বিপিএলের দল সিলেটের কাছ থেকে দুঃসংবাদ পেল সাব্বির এবং নাসির

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০২ ১২:৫২:৫৩
বিসিবির পর এবার বিপিএলের দল সিলেটের কাছ থেকে দুঃসংবাদ পেল সাব্বির এবং নাসির

নারী কেলেঙ্কারি, দর্শক পেটানো, উচ্ছৃঙ্খল আচরণের অপরাধে এর আগেও শাস্তি পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান। তবে তাতে খুব একটা পাল্টায়নি তার আচরণ। সর্ব শেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সমর্থককে বাজে ভাষায় গালাগালি করায় তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। দুঃসময়ে থাকায় এই দুই ক্রিকেটারকে আরেকটি দুঃসংবাদ দিল বিপিএলের দল সিলেট সিক্সার্স।

গত বছর নতুন ফ্রাঞ্চাইজি নিয়ে বিপিএলে অংশগ্রহণ করে সিলেট সিক্সার্স। ওই মৌসুমে আইকন হিসেবে সিলেট সিক্সার্স হয়ে খেলেন সাব্বির রহমান। এবং ঢাকা ডাইনামাইটস থেকে উড়ে সিলেটে নাম লেখান নাসির হোসেন। শুরুতেই বিপিএলে চমকে দেয় সিলেট সিক্সার্স। নিজেদের মাঠে তিন ম্যাচে অপরাজিত থাকেন তারা।

তবে পরবর্তীতে ঢাকা এবং চট্টগ্রাম রাউন্ডে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি সিলেট সিক্সার্স। শুধু তাই নয় ব্যাট-বলে জ্বলে উঠতে পারেনি বাংলাদেশ দলের দুই তারকা ব্যাটসম্যান সাব্বির রহমান এবং নাসির হোসেন।অার তাই এই মৌসুমে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা নাসির হোসেনকে ছেড়ে দিচ্ছে সিলেট সিক্সার্স।

অন্যদিকে মাঠের বাইরের নানা সমালোচনার কারণে এবং ফর্মে না থাকার কারণে সাব্বির রহমানকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিক্সার্স। গত বিপিএল মৌসুমে টুর্ণামেন্টে একটি ম্যাচ সাব্বির রহমান ভালো খেললেও বাকি ম্যাচগুলো তে সে ভাবে খেলতে পারেননি তিনি।

২৩ গড়ে ২১১ রান করেছিলেন সাব্বির রহমান। অন্যদিকে নাসির হোসেন ১১ ম্যাচে ৮ ইনিংসে ২৬ গড়ে করেছিলেন ১৫৮ রান। সর্বোচ্চ ইনিংস ছিল অপরাজিত ৫০ রান। মূলত সব দিক বিবেচনা করেই সিলেট সিক্সার্স ছেড়ে দিচ্ছেন সাব্বির রহমান এবং নাসির হোসেনকে। সূত্র : অনলাইন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ