ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

দেখুন কতদিন পর জাতীয় দলে ফিরলেন মালিঙ্গা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০২ ১২:৪৫:৩৮
দেখুন কতদিন পর জাতীয় দলে ফিরলেন মালিঙ্গা

বেশ আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো মালিঙ্গা খেলে যাচ্ছিলেন রঙিন পোশাকে। তবে গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের পর থেকে শ্রীলঙ্কার সীমিত ওভারের দলের বাইরে রাখা হয়েছিল তাকে। প্রথমে বলা হয়েছিল বিশ্রাম। তাকে ভুগিয়েছে হাঁটুর চোটও। এরপর ফিট হয়ে উঠলেও নেওয়া হচ্ছিল না দলে।

তার সুযোগ না পাওয়া নিয়ে বিতর্ক হয়েছে প্রবল। নির্বাচকেরা বলেছেন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করতে। সেটি দারুণভাবেই করেছেন মালিঙ্গা। সুযোগ মিলছিল না এরপরও। অবশেষে দলে ঠিকই জায়গা করে নিলেন৩৫ বছর বয়সী এই পেসার।

এদিকে মালিঙ্গা ছাড়াও এই দলে ফেরানো হয়েছে দানুশকা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা ও দুশমন্থ চামিরাকে।

১৫ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে লঙ্কানরা।

এশিয়া কাপের শ্রীলঙ্কা দল:অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), কুসাল পেরেরা, কুসাল মেন্ডিস, উপুল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল, দানুসকা গুনাথিলাকা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনাঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, আমিলা আপোনসো, কাসুন রজিথা, সুরাঙ্গা লাকমল, দুশমন্থ চিমিরা, লাসিথ মালিঙ্গা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ