ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

বেনজেমার জোড়া গোলে লেগানেসকে ৪-১ গোলে বিধ্বস্ত করলো রিয়াল মাদ্রিদ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০২ ১২:৪৪:৪৪
বেনজেমার জোড়া গোলে লেগানেসকে ৪-১ গোলে বিধ্বস্ত করলো রিয়াল মাদ্রিদ

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লেগানেসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে লোপেতেগুই শিষ্যরা।রিয়াল মাদ্রিদ বনাম লেগানেস ম্যাচের ফলাফল।

ম্যাচের মাত্র ১৭ তম মিনিটেই গ্যারেথ বেল এগিয়ে নেন রিয়ালকে। রোনালদো যাওয়ার পর রিয়ালের মূল খেলোয়াড়ের ভূমিকা পালন করছেন বেল। তার প্রতি অর্পিত দায়িত্ব ভালোভাবেই পালন করছেন তিনি।১৭ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন বেল।

যদিও ৭ মিনিট পরই পেনাল্টি পায় লেগানেস। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেনি লেগানেস। গোল করে ম্যাচে সমতা ফেরান ক্যারিও।পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা আনেন লেগানেস স্ট্রাইকার ক্যারিও।

প্রথমার্ধে আর কোন গোল না হলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে শুরু হয় বেনজেমা ম্যাজিক।৪৮ এবং ৬১ মিনিটে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন ফরাসি এই ফরওয়ার্ড।জোড়া গোল করে রিয়ালের জয়ে বড় ভূমিকা রাখেন করিম বেনজেমা।

৬৬ মিনিটে স্পট কিক থেকে স্কোর শিটে নাম উঠান রিয়াল অধিনায়ক সার্জিও র‍্যামোস।

ম্যাচের শেষ দিকে আর কোন গোল না হলে ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। ৩ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে স্পেনের জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ