ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

মাহমুদউল্লাহর দলকে হারিয়ে সিপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে ত্রিনবাগো নাইট রাইডার্স

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০২ ১২:৪৩:১১
মাহমুদউল্লাহর দলকে হারিয়ে সিপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে ত্রিনবাগো নাইট রাইডার্স

এদিন সেইন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে ত্রিনবাগো নাইট রাইডার্স। ত্রিনবাগোর পক্ষে ৫০ বল খেলে ৭৬ রানের ম্যাচ সেরা ইনিংস খেলেন কলিন মুনরো। শেষের দিকে অধিনায়ক ডোয়াইন ব্রাভোর ব্যাট থেকে আসে ৩৭ রান। এই রান করতে তিনি খেলেছেন ১১টি বল। সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বোলারদের মধ্যে আলজারি যোসেফ ২টি, শেল্ডন কটরেল ১টি, কার্লোস ব্র্যাথওয়েট ১টি করে উইকেট নিয়েছেন।

জবাবে অ্যান্ডারসন ফিলিপ ও ফাওয়াদ আহমেদের বোলিংয়েই টিকতে পারেনি মাহমুদউল্লাহর দল। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে তিনটি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন ফিলিপ। এছাড়া আলী খান ১টি, ডোয়াইন ব্রাভো ১টি ও ফাওয়াদ আহমেদ ২টি করে উইকেট শিকার করেন।

প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন কলিন মুনরো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ