ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

জুনিয়র-সিনিয়রদের সমন্বয়ে সাফের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০২ ১২:১২:৪৫
জুনিয়র-সিনিয়রদের সমন্বয়ে সাফের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ

তরুণ-অভিজ্ঞ সকলকে রেখেই ২০ সদস্যের এই দল ঘোষণা করেছেন ইংলিশ কোচ জেমি ডে।

সাফ সামনে রেখে ৩ মাস আগে ৪৪ জনের প্রার্থমিক দল বাছাই করা হয়েছিল, সেটি আস্তে আস্তে ছোট করে আনা হয়েছে। মাঝে এশিয়ান গেমসও খেলেছেন তরুণ ফুটবলাররা। নীলফামারীতে শ্রীলঙ্কার বিপক্ষে আরও তিনজন ক্যাম্পে যোগ দেন। সবার পারফরম্যান্স দেখে শেষ পর্যন্ত টিম হোটেলে সন্ধ্যার পর কোচ জেমি তার চূড়ান্ত স্কোয়াড জানিয়ে দিলেন। এশিয়াডে খেলা একাদশ রেখে মূলত দল গড়া হয়েছে।

সাফের চূড়ান্ত দলঃ আশরাফুল ইসলাম রানা, শহীদুল ইসলাম সোহেল, তপু বর্মন, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, নাসির চৌধুরী, ওয়ালি ফয়সাল, ফয়সাল মাহমুদ, জামাল ভূঁইয়া, আতিকুর রহমান ফাহাদ, মাশুক মিয়া জনি, মাহবুবুর রহমান সুফিল, বিপলু আহমেদ, মামুনুল ইসলাম, ইমন মাহমুদ বাবু, সোহেল রানা, রবিউল হাসান, সাদ উদ্দীন ও শাখাওয়াত রনি।

বাদ পড়েছেনঃ আব্দুল্লাহ, ফজলে রাব্বি, নাবীব নেওয়াজ জীবন, মাহফুজ হাসান প্রীতম, আনিসুর রহমান জিকো, মনজুরুর রহমান মানিক, রহমত মিয়া, মতিন মিয়া, জাফর ইকবাল ও জুয়েল রানা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ