ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

২০ বছর বয়সী কারানের নতুন রেকর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০২ ১২:০১:০৭
২০ বছর বয়সী কারানের নতুন রেকর্ড

এদিকে এরই সাথে নতুন রেকর্ড খাতায় নাম উঠালেন তরুন স্যাম কারান। ইংল্যান্ডের পরবর্তী বেন স্টোকস ভাবা হচ্ছে স্যাম কারানকে। একের পর এক নতুন বিস্ময় দেখিয়ে চলেছেন এই বাহাতি তরুন। ২০ বছর বয়সী এই ক্রিকেটারের উপর আশাটা বেশ জাগিয়েছি ইংলিশদের।

কারান ভারত সিরিজেই নতুন রেকর্ড গড়লেন। সেটি হলো ভারতের বিপক্ষে এক সিরিজে আট নম্বর কিংবা তারচেয়ে নিচে ব্যাট করে সবচেয়ে বেশি রানের মালিক এখন স্যাম কারান। এই তালিকায় এখন শীর্ষে তিনি।

টেস্টে আট কিংবা তারচেয়ে নিচে ব্যাট করে ভারতের বিপক্ষে এক সিরিজে সর্বোচ্চ রানের তালিকা…

১। ২৬২ রান – স্যাম কারান, ইংল্যান্ড (২০১৮)২। ২২০ রান – ডেনিয়েল ভেট্টরি, নিউজিল্যান্ড (২০০৯)৩। ২০১ রান – ইয়ান স্মিথ, নিউজিল্যান্ড (১৯৮৮)৪। ১৯০ রান – ম্যালকম মার্শাল (১৯৮৩)৫। ১৮৫ রান – মাহমুদউল্লাহ রিয়াদ (২০১০)

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ