ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

পূর্ব পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন যেসব বাঙালি ক্রিকেটারা... পড়ুন ইতিহাস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০২ ১১:৪১:২৩
পূর্ব পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন যেসব বাঙালি ক্রিকেটারা... পড়ুন ইতিহাস

পূর্ব পাকিস্তানের খেলা প্রায় সবগুলো প্রথম শ্রেণীর ম্যাচই কায়েদ-ই-আজম ট্রফিতে খেলা। যেখানে পশ্চিম পাকিস্তানের অন্যান্য দলগুলো আয়্যুব ট্রফি ও পাকিস্তানে খেলতে আসা বিভিন্ন আন্তর্জাতিক দলগুলোর বিপক্ষে খেলতো।

কায়েদ-ই-আজম ট্রফিতে পূর্ব পাকিস্তান প্রথম অংশ নেয় ১৯৫৪-৫৫ মৌসুমে। তবে এরপর ১৯৫৯-৬০ মৌসুমের আগে পূর্ব পাকিস্তানের কায়েদ ই আজম ট্রফিতে অংশ নেয়া হয়নি। এরপর ১৯৬১ থেকে দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত ওই টুর্নামেন্টে অংশ নেয় পূর্ব পাকিস্তান। সব মিলিয়ে স্বাধীনতার আগে মোট ২০টি প্রথম শ্রেণীর ম্যাচে অংশ নেয় পূর্ব পাকিস্তান যার মধ্যে দুটি কোন বল মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত হয়।

আঞ্চলিক পাকিস্তান ক্রিকেট দলগুলির প্রায় খেলোয়াড়ই বিশেষত অপেশাদার ছিলেন, দলের গঠনতন্ত্রও তাই বেশ অস্থির ছিল। যার ফলশ্রুতিতে পূর্ব পাকিস্তানের হয়ে খেলা ৬৭ জন ক্রিকেটারের ২৬ জনই মাত্র ১টি করে ম্যাচ খেলেছেন। মাত্র ২ জন ক্রিকেটার ১০টির বেশি ম্যাচ খেলেছেন যার মধ্যে পূর্ব পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক(৮২৫) আব্দুল লতিফ খেলেছেন ১৫টি ও দৌলত জামান খেলেছেন ১১টি ম্যাচ।

পূর্ব পাকিস্তানের হয়ে খেলা ৬ জন ক্রিকেটার পাকিস্তানের হয়ে টেস্ট খেলেছেন যাদের সবাই মূলত ছিলেন পশ্চিম পাকিস্তানের৷ তবে যোগ্যতা থাকা সত্তেও পূর্ব পাকিস্তানে জন্ম নেয়া কেউই পাকিস্তানের হয়ে টেস্ট খেলতে পারেননি। তবে যিনি সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন তিনি হচ্ছেন রকিবুল হাসান যিনি কিনা ১৯৬৯ সালে পাকিস্তান সফরে আশা নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্টে দ্বাদশ খেলোয়াড় হিসেবে ছিলেন এবং এরপরের বছর পূর্ণ শক্তির পাকিস্তান দলকে কমনওয়েলথ একাদশের বিপক্ষে একটি ম্যাচে নেতৃত্ব দেন। দেশ স্বাধীনের পরে ১৯৭৯ সালে রকিবুল বাংলাদেশের প্রথম আইসিসি ট্রফিতে অংশ নেয়া দলের অধিনায়ক ছিলেন। এছাড়া পূর্ব পাকিস্তানের হয়ে খেলা আরো দুইজন ক্রিকেটার আশরাফুল হক ও শফিকুল হক পরে বাংলাদেশের হয়ে খেলেন।

পূর্ব পাকিস্তানের হয়ে অংশ নেয়া ২৯ বাঙালি ক্রিকেটাররা…

রকিবুল হাসান, আশরাফুল হক, তৌফিক আহমেদ, আতহার আলি, পি. দাস, মাজহারুল ইসলাম, ইলিয়াস আহমেদ, ইকরাম ইলাহি, মোনোয়ার আলি খান, মাহমুদ হুসেইন,রাইস মুহাম্মদ, মোহাম্মদ মুনাফ, এ.টি.এম মুস্তফা, ইউয়ার সাঈদ, আব্দুল লতিফ, সোহরাব খান, শামিম কবির, জাভেদ মাসুদ, আলতাফ হুসাইন, দৌলত জামান, ইমাম-উল-হক, সেলিম আহমেদ, জামিল আহমেদ, হালিম চৌধুরী(শহীদ জুয়েল), নাসিম-উল-গনি, নউশাদ আলি, মাসুদ উল হাসান, মুফাসসির উল হক, নিয়াজ আহমেদ।

(বি:দ্র: ১৯৪৭ এর পূর্বে এই অঞ্চল থেকে ‘বেঙ্গল’ নামে দল রঞ্জি ট্রফিতে খেলতো ১৯৩৫-৩৬ মৌসুম থেকেই)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ