ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচগুলোর তারিখ ও খেলা শুরুর সময়…

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০২ ০০:৩৬:১১
এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচগুলোর তারিখ ও খেলা শুরুর সময়…

এবারে আসের দুইটি গ্রুপে ভাগ হয়ে ছয়টি দল খেলবে।

গ্রুপ ‘এ’:ভারত, পাকিস্তান ও প্লে-অফ কোয়ালিফায়ার দল।

গ্রুপ ‘বি’:বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

অন্যদিকে প্লে-অফ খেলবে সংযুক্ত আরব আমিরাত, হংকং, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ওমান।

গ্রুপ পর্বের ম্যাচ:

১৫ সেপ্টেম্বর:–বাংলাদেশ বনাম শ্রীলংকা–দুবাই২০ সেপ্টেম্বর:-বাংলাদেশ বনাম আফগানিস্তান-আবু ধাবি

দুইটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২ রাত।

সুপার ফোর রাউন্ড :

২১ সেপ্টেম্বর:- গ্রুপ ‘এ‘ বিজয়ী বনাম গ্রুপ ‘বি‘ রানার্স আপ২১ সেপ্টেম্বর:- গ্রুপ ‘বি‘ বিজয়ী বনাম গ্রুপ ‘এ‘ রানার্স আপ২৩ সেপ্টেম্বর:- গ্রুপ ‘এ‘ রানার্স আপ বনাম গ্রুপ ‘বি‘ রানার্স আপ২৩ সেপ্টেম্বর:- গ্রুপ ‘এ‘ বিজয়ী বনাম গ্রুপ ‘বি‘ বিজয়ী২৫ সেপ্টম্বর:– গ্রুপ ‘এ‘ বিজয়ী বনাম গ্রুপ ‘এ‘ রানার্স আপ২৬ সেপ্টেম্বর:- গ্রুপ ‘বি‘ বিজয়ী বনাম গ্রুপ ‘বি‘ রানার্স আপ

২৮ সেপ্টেম্বর:- ফাইনাল

(প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২ টায়)

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ