ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

রিভিউ ও বিদেশি আম্পায়ার থাকবে এবারের বিপিএলে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০২ ০০:২২:৩৭
রিভিউ ও বিদেশি আম্পায়ার থাকবে এবারের বিপিএলে

উক্ত আলোচনা শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ইসমাইল হায়দার মল্লিক সাংবাদিকদের বলেন, ‘আজকে আমরা বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে বসেছি। পাঁচ জানুয়ারি থেকে বিপিএল শুরু হবে। ওটার কারণে আমরা কিছু সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। বিপিএল পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন সোহেল ভাই (শেখ সোহেল)।’

বিপিএলে রিভিউ পদ্ধতি ও বিদেশি খেলোয়াড়দের বিষয়ে তিনি বলেন, ‘এবার প্লেয়ার ড্রাফট হবে ২৫ অক্টোবর। বিপিএলে এবার রিভিউ থাকবে। প্রতি ইনিংসে প্রতিটি দল একটি করে রিভিউ নেয়া যাবে। প্রতি ম্যাচ একজন করে বিদেশি আম্পায়ার থাকবে। প্রতিটি দল চারজন করে খেলোয়াড় রেখে দিতে পারবে।’

‘সেপ্টেম্বরের মধ্যে দলগুলোকে রেখে দেয়া খেলোয়াড়দের নাম দিতে হবে। ড্রাফটের বাইরে থেকে প্রতিটি দল দুজন করে খেলোয়াড় নিতে পারবে। বাকিদের ড্রাফট থেকে কিনতে হবে। গতবার বিপিএল খেলেছেন এমন বিদেশিদের এবারের ড্রাফটে থাকতে হবে। যারা গতবার ড্রাফটে ছিলেন না, তাদের মধ্য থেকে দুজন করে খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজিগুলো দলে নিতে পারবে।’ যোগ করেন ইসমাইল হায়দার মল্লিক।

আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে এবারের আসরের প্লেয়ার ড্রাফট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ