ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০১ ২৩:১১:৫২
এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন দীনেশ চান্দিমাল এবং দানুশকা গুনাথিলাকা। চোট কাটিয়ে জায়গা করে নিয়েছেন দুশমান্থা চামিরা। এছাড়া ডাক পেয়েছেন সুরাঙ্গা লাকমল, কাস্ন রাজিথাও। অন্যদিকে আকিলা ধনঞ্জয়া ও দিলরুয়ান পেরেরার সাথে বাড়তি স্পিনার হিসেবে দলে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার আমিলা আপোন্সোকে।

দীর্ঘ এক বছর ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন ডানহাতি অভিজ্ঞ ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। এবার এশিয়া কাপ দিয়ে আবারো দলে ফিরেছেন তিনি। স্ট্যান্ডবাইয়ে রয়েছেন পাঁচজন ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজে স্কোয়াডে থাকলেও এশিয়া কাপে জায়গা হারিয়েছে নিরোশান ডিকভেলা, লাহিরু কুমারা, প্রবথ জয়াসুরিয়া এবং শেহান জয়াসুরিয়া।

শ্রীলঙ্কা স্কোয়াডঃ অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), কুশল পেরেরা, কুশল মেন্ডিস, উপল থারাঙ্গা, দীনেশ চান্দিমাল, দানুশকা গুনাথিলাকা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, আমিলা আপোন্সো, কাসুন রাজিথা, সুরাঙ্গা লাকমল, দুশমান্থা চামিরা ও লাসিথ মালিঙ্গা।

স্ট্যান্ডবাই: শিহান মধুশানাকা, নুয়ান প্রদীপ, লক্ষন সান্দাকান, শেহান জয়সুরিয়া ও নিরোশান ডিকভেলা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ