ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

রুটের পর ইংল্যান্ড এর হাল ধরেছেন বাটলার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০১ ২২:৩৩:০৫
রুটের পর ইংল্যান্ড এর হাল ধরেছেন বাটলার

এই রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট ১৮৪ রান তুলেছে ইংল্যান্ড। তাদের লিড এখন ১৫৭ রানের। উইকেটে যে দুজন আছেন, ব্যাটিংয়ে তারা দুজনই সিদ্ধহস্ত। বাটলার অপরাজিত আছেন ৪৩ রানে। আর এই সিরিজে ব্যাট হাতে চমক দেখানো স্যাম কুরান ২ রানে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে ইংল্যান্ড। আরও একবার ব্যর্থ অ্যালিস্টার কুক। জাসপ্রিত বুমরাহর শিকার হয়ে এই ওপেনার ফিরেছেন ১২ রানে। ওয়ান ডাউনে নেমে যাওয়া মঈন আলীও বেশিদূর এগুতে পারেননি। ইশান্ত শর্মার বলে ফিরে যান ৯ রানে।

৩৩ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে এরপর উদ্ধার করেছেন জো রুট আর কেটন জেনিংস। জেনিংস ৩৬ রান করে আউট হন। ৪৮ রানে থাকার সময় দুর্ভাগ্যজনকভাবে রানআউটে কাটা পড়েন রুট। বেন স্টোকস করেন ৩০ রান। তবে একটা প্রান্ত ধরে দলকে এগিয়ে নিচ্ছেন বাটলার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ