ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

বড় হারেও এশিয়াড হকিতে ষষ্ঠ হওয়ার তৃপ্তি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০১ ২১:১০:২৬
বড় হারেও এশিয়াড হকিতে ষষ্ঠ হওয়ার তৃপ্তি

তবে স্থান নির্ধারণী এই ম্যাচে জায়গা করে নিয়েই অন্তত ষষ্ঠ হওয়ার লক্ষ্যটা পূরণ হয় বাংলাদেশের। ১৯৭৮ সালে প্রথমবার এশিয়াডে অংশ নিয়েই হকিতে ষষ্ঠ হয়েছিল লাল-সবুজের দেশ। ৪০ বছর পর এবার আবার ষষ্ঠ হয়েছে রাসেল মাহমুদ জিমি ও মামুনুর রহমান চয়নরা। এই সুবাদে আগামী এশিয়াডে বাছাই খেলার প্রয়োজন হবে না বাংলাদেশের। সরাসরি খেলবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই ক্রীড়া আসরে।

এবারের এশিয়ান গেমসকে সামনে রেখে মালয়েশিয়ান কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তির অধীনে ভারত ও দক্ষিণ কোরিয়ায় কন্ডিশনিং ক্যাম্প করেছে বাংলাদেশ। খেলেছে প্রস্তুতি ম্যাচ। কোরিয়া সফরে যে ৫টি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ, তার ৪টিতে হারলেও, একটিতে ছিল ড্র। আর সেই ড্র থেকে পাওয়া বিশ্বাসটাকেই এম্যাচে কাজে লাগাতে চেয়েছিল বাংলাদেশ।

কিন্তু প্রথম দুই কোয়ার্টারে দুটি করে গোল হজম করে বাংলাদেশ। ৪-০ গোলে পিছিয়ে পড়ে বিরতিতে যায় গোবিনাথান কৃষ্ণমূর্তির শিষ্যরা। বড় পরাজয় যেন তখনই সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। তৃতীয় কোয়ার্টারে আরও দুটি এবং শেষ কোয়ার্টারে একটি গোল হজম করে ৭-০ গোলের বড় পরাজয় নিশ্চিত হয় বাংলাদেশের।

আসরে গ্রুপ পর্বে বাংলাদেশ ৫ ম্যাচের তিনটিতে জয় পায়। হারে দুটিতে। নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ২-১ গোলে হারিয়ে আসর শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচে তারা কাজাখস্তানকে হারায় ৬-১ গোলে। তৃতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার কাছে ৭-০ ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর চতুর্থ ম্যাচে থাইল্যান্ডকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। তবে গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হারে ৫-০ ব্যবধানে।

এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক হকিকে বিদায় জানালেন সাবেক অধিনায়ক মামুনুর রহমান চয়ন। এশিয়াডে এবার বাংলাদেশ পদক তালিকায় নাম তুলতে পারেনি। ফুটবলে দ্বিতীয় পর্বে খেলা আর হকিতে ষষ্ঠ হওয়াটাই তাই প্রাপ্তি হয়ে থাকবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ