ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

‘সতর্ক’-তে পার মোসাদ্দেক, নাসিরের হিসাব পরে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০১ ২০:২০:০৪
‘সতর্ক’-তে পার মোসাদ্দেক, নাসিরের হিসাব পরে

মোসাদ্দেক এশিয়া কাপের দলে আছেন। তা ছাড়া তার বিরুদ্ধে অভিযোগটাও অন্য দুজনের মতো গুরুতর নয়। আর মোসাদ্দেকের যে ঝামেলা, তাতে বিসিবির আসলে তেমন কিছু করণীয়ও নেই। কারণ, তিনি তার স্ত্রীকে তালাক দিয়েছেন। তালাকপ্রাপ্ত স্ত্রী তার বিরুদ্ধে আদালতে যৌতুক ও নির্যাতনের অভিযোগে মামলা করেছে। মোসাদ্দেকের ব্যাপারটা তাই তার পারিবারিক। কাজেই বিসিবি তাকে শাস্তি দিতেও পারে না।

তাই মোসাদ্দেককে সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে। কেন শাস্তি দিতে পারে না, বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক নিজেই দিয়েছেন সেই ব্যাখ্যা, ‘মোসাদ্দেককে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে নিজের কার্যকলাপ, চলাফেলার বিষয়ে সে যেন সতর্ক থাকে। যেহেতু ওর মামলাটা পারিবারিক, তাই আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না।’

শুধু সতর্ক করা অবশ্য নয়। সঙ্গে মোসাদ্দেককে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ-নির্দেশনাও দিয়েছে শৃঙ্খলা কমিটি। ইসমাইল হায়দার মল্লিক যেমনটা বললেন, ‘সৈকতকে (মোসাদ্দেক) কিছু পরামর্শ দিয়েছি। জাতীয় দলের একজন ক্রিকেটারকে কিভাবে চলা উচিত, সে বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে যেন সংযত হয়ে চলে। ওর মামলাটা বিচারাধীন। তাই এই মুহূর্তে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আদালত থেকে যা বলা হবে, সেটাই তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।’

নাসিরকে কেন শুনানিতে আসতে পরে মানা করে দেওয়া হলো? এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন ইসমাইল হায়দার মল্লিক। গত জুনে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিও বার্তা পোস্টে করে নাসিরের বিরুদ্ধে অভিযোগ করেন তার এক মডেল-বান্ধবী। দুজনের ব্যক্তিগত ফোনালাপের অলিডও ছড়িয়ে পড়ে ইউটিউবসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে। বিষয়টি বেশ বিব্রতকর অবস্থার মধ্যেই ফেলে দেয় বিসিবিকে।

কিন্তু নাসির চোটের কারণে বর্তমানে ক্রিকেটের বাইরে। তাই শৃঙ্খলা কমিটি সিদ্ধান্ত নিয়েছে তাকে পরে ডাকার। শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে ইসমাইল হায়দার বলেছেন, ‘ নাসিরকে পরে হয়তো ডাকা হবে। সে চোটের কারণে ক্রিকেটের বাইরে আছে। একজন ক্রিকেটারের কি শাস্তি হতে পারে? আর্থিক জরিমানা বা নিষেধাজ্ঞা। কিন্তু যেহেতু সে চোট সমস্যায় পড়েছে, আমরা তাই তাকে এই মুহূর্তে ডাকিনি।’

মাথায় মামলার বোঝা। তবে সতর্কের মাধ্যমে পার পেয়ে যাওয়ায় মোসাদ্দেক এখন এশিয়া কাপের প্রস্তুতিতে মনোনিবেশ করতে পারবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ