ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

রনকি ঝড়ে বার্বাডোসকে উড়িয়ে দিয়ে সিপিএলের শীর্ষে গায়ানা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০১ ১৭:৩৭:৩৯
রনকি ঝড়ে বার্বাডোসকে উড়িয়ে দিয়ে সিপিএলের শীর্ষে গায়ানা

গতরাতে ব্রিজ টাউনে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়ারিয়র্স। ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বার্বাডোস। ওপেনার মার্টিন গাপ্টিল ফিরে যান মাত্র ৮ রানে। এরপর ধারবাহিক উইকেট পতনে ১৬৫ রানে থামে তাদের ইনিংস। সর্বোচ্চ ৪৬ রান করেছেন নিকোলাস পুরান।

জবাবে এই লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার চাদউইক ওয়াল্টন ও লুক রনকির ৯৬ রানের জুটির সুবাদে গায়ানা জয় সহজ হয়। হ্যাটমিয়ার ও ডেলপোর্টকে নিয়ে বাকি কাজটুকু সারেন রনকি। ৪০ বলে তিন ছক্কা ও পাঁচ বাউন্ডারিতে ৬৭ রান করে অপরাজিত থাকনে তিনি।

এই জয়ের সুবাদে সাত ম্যাচের পাঁচটিতে জিতে শীর্ষে অবস্থান করছে গায়ানা।

সংক্ষিপ্ত স্কোরঃ

বার্বাডোস ট্রিডেন্টসঃ ১৬৪/৭ (২০)নিকলাস পুরান ৪৬, স্মিথ ৪০।ইমরান তাহির ২/২১, সোহেল তাহভির ২/২৮।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সঃ ১৬৮/২ (১৬.৪)লুক রনকি ৬৭*, ওয়ালটন ৪৩

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ