ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

আকিবের ঝড়ো সেঞ্চুরিতে সিঙ্গাপুরকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওমান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০১ ১৭:৩২:২৩
আকিবের ঝড়ো সেঞ্চুরিতে সিঙ্গাপুরকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওমান

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সিঙ্গাপুর রোগানের ৬৮ ও অনিশ পরামের ৭৭ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১৫ রান করে।ওমানের পক্ষে বিলাল খান ৪ টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ওমানের ওপেনার আকিব ইলিয়াস ব্যাট হাতে ঝড় তুলেন। তুলে নেন দ্রুততম সেঞ্চুরি। আউট হওয়ার আগে ১২ টি চার এবং ৬ টি ছক্কার সাহায্যে ৭১ বলে ১০৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেন আকিব ইলিয়াস। আর আকিবের সেঞ্চুরির সুবাদে মাত্র ২৬.৪ ওভারে সহজেই সিঙ্গাপুরকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় ওমান।

সংক্ষিপ্ত স্কোর:

সিঙ্গাপুর: ২১৫/৮ (৫০)অনিশ পরাম ৭৭, রোহান ৬৮।বিলাল খান ৪/৪০

ওমান: ২১৬/২ (২৬.৪)আকিব ইলিয়াস ১০৮(৭১), যাতিন্দর সিং ৫৩।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ