ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

সানিয়া মির্জার সঙ্গে ঠিক কি করেছিলেন সাব্বির

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০১ ১৭:৩০:৩২
সানিয়া মির্জার সঙ্গে ঠিক কি করেছিলেন সাব্বির

এখন প্রশ্ন উঠতেই পারে সাব্বির কি এমন বলেছিলেন বা করেছিলেন যার জন্য এতো চটেছিলেন পাক ক্রিকেটার শোয়েব মালিক?

কোন উপায় না পেয়ে মালিক সরাসরি অভিযোগ করেন সিসিডিএম চেয়ারম্যানের কাছে।

ঠিক সেই সময় কি হয়েছিলো সেটা সানিয়া ও সাব্বিরই ভালো জানেন।তবে সেটা যাই হোক ভালো কিছু হয়নি।যার জন্য ঘটনার পানি বিসিবি পর্জন্ত গড়ালো।

বর্তমান-অতীত এই সব বিষয় আমলে নিয়েই সাব্বিরের বিপক্ষে পদক্ষেপ নিবে বিসিবি। তাই বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন জাতীয় দলের এই ক্রিকেটার । গতকাল বৃহস্পতিবার বিসিবি সভাপতির সঙ্গে পরিচালকদের অনানুষ্ঠানিক সভায় সাব্বিরকে আন্তর্জাতিক ক্রিকেটে ৩ থেকে ১২ মাস পর্যন্ত বহিষ্কারের প্রস্তাব এসেছে। প্রস্তাব যখন এসেছে বুঝাই যাচ্ছে শেষ পর্যন্ত এমন কিছু হতে যাচ্ছে।

শনিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিসিবি কার্যালয়ে ডিসিপ্লিনারি কমিটির মুখোমুখি হতে হবে সাব্বির রহমানকে। সাথে থাকবেন আরও দুই ক্রিকেটার-নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকত।

(এক সাব্বির ভক্তের লেখা)

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ