ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

পর্তুগাল দলে জায়গা হল না রোনালদোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০১ ১৩:১৯:৩৮
পর্তুগাল দলে জায়গা হল না রোনালদোর

অনেক মনে করেছিলেন রাশিয়া বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন রোনালদো। কিন্তু এখনও এ ব্যাপারে পরিষ্কার কিছু বলেননি ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে বিশ্বকাপের শেষ ষোলো থেকে পর্তুগালের বিদায়ের পর কোচ ফের্নান্দো সান্তোস আশাবাদ জানিয়েছিলেন, রোনালদো জাতীয় দলের সঙ্গেই থাকবেন।

প্রথমবারের মতো পর্তুগাল দলে ডাক পেয়েছেন জেদসন ফের্নানদেস, সের্জো অলিভেইরা, ক্লাওদিও রামোস ও পেদ্রো মেনেদেস।

ঘোষিত পর্তুগাল দল:

গোলরক্ষক:বেতো, ক্লাওদিও রামোস, রুই পাত্রিসিও।

ডিফেন্ডার:জোয়াও কানসেলো, রুবেন দিয়াস, রাফায়েল গেরেইরো, পেদ্রো মেনেদেস, লুইস নেতো, পেপে, মারিও রুই, সেদ্রিক সোয়ারেস।

মিডফিল্ডার:উইলিয়াম কারভালিয়ো, ব্রুনো ফের্নান্দেস, জেদসন ফের্নানদেস, রুবেন নেভেস, সের্জো অলিভেইরা, পিৎসি, রেনাতো সানচেস।

ফরোয়ার্ড:ব্রুমা, গনসালো গেদেস, রনি লোপেস, জেলসন মার্তিনস, আন্দ্রে সিলভা, বের্নার্দো সিলভা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ