ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

দেশের ক্রিকেটে সবচেয়ে বড় ‘বিষফোঁড়া’ এখন নারী

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০১ ১২:৩৬:৪০
দেশের ক্রিকেটে সবচেয়ে বড় ‘বিষফোঁড়া’ এখন নারী

এই যেমন টেস্ট দলে সুযোগ পেয়ে আস্থাভাজন হয়ে ওঠা মোহাম্মাদ শহীদ ও আল আমিন হোসেন একই কারণে জাতীয় দলের বাইরে। এরপর বেপরোয়া জীবন যাপনে সমালোচনার শিরোমনি হয়ে ওঠেন সাব্বির রহমান। অলরাউন্ডার নাসির হোসেনের পর্দার আড়ালের ঘটনাও হয়েছে ফাঁস। ক’দিন হলো এই সমালোচনার মিছিলে মোসাদ্দেক হোসেন সৈকত।

ক্রিকেটারদের এমন অপ্রীতিকর ঘটনা যেন ধারাবাহিক নাটক, থামছেনই না। কিন্তু, কেন? এমন প্রশ্নে বিব্রত ক্রিকেট বোর্ডও।

বিসিবি ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘বিব্রততো অবশ্যই হই।’

এদিকে, ক্রিকেটারদের নৈতিক অবক্ষয় অন্যতম কারণ হিসেবে দেখছে মনোবিদরা। তাই, মনোবিদ বিশেষজ্ঞ আব্দুল ওয়াহাব মিনার ক্রিকেট বোর্ডকে দিলেন পরামর্শ।

মনোবিদ মেজর (অব.) আব্দুল ওয়াহাব মিনার বলেন, ‘স্পোর্টস সাইক্লোজিক্যাল ব্যক্তি থাকবেন। তারা যদি মনস্তাত্ত্বিক অবস্থা বেগতিক দেখেন তাহলে কোচ বা কর্তা ব্যক্তিদের কাছে রিপোর্ট করবেন। তাহলে এরকম সমস্যা কমে আসবে।’

ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, যে কারিগরদের হাতে গড়ে ওঠেন ক্রিকেটাররা তাদেরও হতে হবে সচেতন।

ক্রিকেট বিশেষজ্ঞ নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘কোচের পক্ষে বোধ হয় সবচেয়ে বেশি ইমপ্যাক্ট রাখা সম্ভব।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ