ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ক্রিকেট ইতিহাসে যে কীর্তি শুধুই মোহাম্মদ নবীর   

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ৩১ ২৩:৫৬:৪৭
ক্রিকেট ইতিহাসে যে কীর্তি শুধুই মোহাম্মদ নবীর   

গত বুধবার অনুষ্ঠিত হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচটা ছিল আফগানিস্তানের ১০০তম ওয়ানডে। দেশের শততম ম্যাচটা ছিল মোহাম্মদ নবীরও শততম ম্যাচ! মানে দেশের প্রথম ১০০টি ওয়ানডেতেই খেলেছেন ৩৩ বছর বয়সী নবী। ইতিহাসের আর কোনো ক্রিকেটারই নিজ দেশের প্রথম ১০০টি ম্যাচেই খেলেননি। রেকর্ডটা তাই শুধুই মোহাম্মদ নবীর একার।

১০০-এর ১০০টিতে খেলা দূরের কথা, প্রথম ৫০ ম্যাচে খেলার কীর্তিও কারো নেই। কেনিয়ার প্রথম ৪৯ ম্যাচে খেলে এক সময় রেকর্ড গড়েছিলেন স্টিভ টিকোলো। তার সেই রেকর্ড শুধু ভেঙে দেওয়াই নয়, নবী গড়ে ফেললেন অনন্য এক কীর্তি। বর্তমানে যে ফর্মে রয়েছেন, তাতে রেকর্ডটা তিনি শেষ পর্যন্ত কোথায় নিয়ে যান কে জানে! আজ শুক্রবারই যেমন আফগান অলরাউন্ডার খেলে ফেললেন দেশের হয়ে ১০১তম ম্যাচ।

নবী রেকর্ডটা আরও বড় করতে পারুন না পারুন, সেটা পরের বিষয়। তবে যে কীর্তি এরই মধ্যে গড়েছেন, তা অতীতে কেউ তো পারেইনি, ভবিষ্যতেও রেকর্ডটা কেউ ভাঙতে পারবে বলে মনে হয় না। একটু ঝুঁকি নিয়ে বলা যায়, রেকর্ডটা করে অমরত্বের আসনেই বসে পড়েছেন নবী।

জয়তো মোহাম্মদ নবী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ