ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

একজনের চাওয়াতেই মিঠুনকে দলে রাখা হয়েছে- নান্নু`

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ৩১ ২২:২৮:৩৯
একজনের চাওয়াতেই মিঠুনকে দলে রাখা হয়েছে- নান্নু`

তারপরে তিনি পেয়েছেন টানা ৩টি অর্ধশতক। মিঠুনকে নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘তাকে অবশ্যই সুযোগটা ধরতে হবে। এটা সত্য যে মিঠুন টপ অর্ডারে ব্যাট করে। তবে ঘরোয়া ক্রিকেটে সে লোয়ার অর্ডারেও ব্যাট করে সফলতা পেয়েছে। আমরা তাকে দলে মিডল অর্ডারে ছয়-সাতে ব্যাট করার জন্য বিবেচনা করেছি। দলের অধিনায়ক মাশরাফি তাকে দলে চেয়েছেন। এছাড়া বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ড সফরে ওয়ানডে ফরম্যাটে ভালো করেছে সে।’

তিনি আরো বলেন ,’ বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা এবং আফগানিস্তান আছে। যারা স্পিন আক্রমণে বেশ শক্তিশালী। সে কারণে অধিনায়ক এবং কোচ মিডল অর্ডারে এমন কাউকে চেয়েছেন যে ভালো স্পিন সামলাতে পারে। তারা মিঠুনের কথা বলেছেন বিধায় আমরা তাকে দলে রেখেছি। ‘

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ