ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

দেশ,দল, ও ভক্তদের দারুন সুখবর দিলেন তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ৩১ ২১:২৪:৫৩
দেশ,দল, ও ভক্তদের দারুন সুখবর দিলেন তামিম

এই ইনজুরির কারণে চতুর্থ দিন অনুশীলন করেন নি এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে তামিমের চোট গুরুতর নয়। চোট থেকে দ্রুত সেরে ওঠার জন্য ক্যাম্পের চতুর্থ দিন বিশ্রামে কাটিয়েছেন এই ওপেনার।

তামিম জানান দ্রুতই অনুশীলনে ফিরবেন।

তামিম ইকবাল জানান…

‘এটা বড় কিছু নয়। অনুশীলনের সময় হালকা ব্যথা পেয়েছি। এখনো একটু ব্যথা আছে বলে গতকাল অনুশীলন করিনি। আশা করি দুই-তিন দিনের মধ্যে পুরোপুরি ঠিক হয়ে যাবে।’

উল্লেখ্য, ক্যাম্পের তৃতীয় দিন ফিল্ডিং অনুশীলন করার সময় আঘাত পেয়ে ফিজিও থিলান চন্দ্রমোহনের শরণাপন্ন হন তিনি। টিম ফিজিও তামিমের আঙ্গুল পর্যবেক্ষণ করে দেখার পর আবারও ফিল্ডিংয়ে নামেন তামিম।

এরপর দলের সাথে আরও কিছুক্ষণ অনুশীলন করতে দেয়া যায় তামিম ইকবালকে। অনুশীলন শেষেও তামিমের আঙ্গুলে ব্যান্ডেজ দেখা গিয়েছিল। এ কারণেই পরের দিন চোটের কারণে বিশ্রাম নিয়েছেন এই ওপেনার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ