ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আসছে ক্রিকেটারদের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ৩১ ২০:২০:০১
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আসছে ক্রিকেটারদের

আর তাইতো এবার তাদের ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারে আসছে নিষেধাজ্ঞা।

এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘যখন তারা ট্যুরে যায় তখন সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ বন্ধ। এটা করবো কিনা এ নিয়ে আমরা ভাবছি। এখনো সিদ্ধান্ত না নিলেও এটা নিয়ে গাইডলাইন তৈরি করছি। তারা কী করতে পারবে, কী পারবে না তালিকা করে প্রত্যেক প্লেয়ারকে দিয়ে সই করাবো। তাহলে তাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়া সহজ হবে। সব কিছুর পরে কিন্তু ওদের নিজেদেরই ভালো হতে হবে। জোর করে কাউকে ভালো করা যায় না। ওরা নিজেরা ভালো না হলে আমাদের কিছু করার নাই, চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হবে।’

এছাড়াও ক্রিকেটারদের জন্য আরো অনেক উদ্যোগ গ্রহণ করেছে বিসিবি। ক্রিকেটারদের মানসিকভাবে শুদ্ধি আনতে এবার আনা হচ্ছে মনোবিজ্ঞানী।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘আমরা সাইকোলজিস্ট নিয়ে আসার কথা ভাবছি। যে প্লেয়ারদের এই ব্যাপারে একটু ট্রেনিং দেয়া যায় কিনা। আমরা তো শুধু খেলায় জেতার জন্য ট্রেনিং দেই। এখন ওই বিষয়ে কিছু করা যায় কিনা। আমি কথা বলেছি অলরেডি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ