ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

‘বাংলাদেশী মেয়ে’ রেশমিন চৌধুরী উয়েফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উপস্থাপক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ৩১ ১৬:২৭:৪৪
‘বাংলাদেশী মেয়ে’ রেশমিন চৌধুরী উয়েফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উপস্থাপক

তবে বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয় হল- গতবারের মতো এবারও উয়েফা অ্যাওয়ার্ড গিভিং সিরেমোনির এর হোস্টিংয়ের দায়িত্বে ছিলেন বাংলাদেশী বংশোদ্ভোত ব্রিটিশ সাংবাদিক রেশমিন চৌধুরী।

রেশমিনের জন্ম লন্ডনে বাঙালী মুসলিম পরিবারে। ইউনিভার্সিটি অফ বাথ থেকে ব্যাচেলর শেষ করে নিউজপেপার জার্নালিজম এর উপর ডিপ্লোমা করেন। বর্তমানে তিনি বিবিসি এবং বিটি স্পোর্টসে স্পোর্টস সাংবাদিক হিসেবে কর্মরত আছেন।

গতবার অনুষ্ঠানও উপস্থপনা করেন রেশমিন চৌধুরী।

উল্লেখ্য, উয়েফার বর্ষসেরা পুরস্কারের মধ্যে তিনবার পেয়েছেন রোনালদো এবং দুইবার পেয়েছেন মেসি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ