ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জাকেও উত্যক্ত করতেন সাব্বির

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ৩১ ১০:৩২:১৭
শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জাকেও উত্যক্ত করতেন সাব্বির

সাব্বির রহমানের বিরুদ্ধে অভিযোগের কমতি নেই। শুরু করলে শেষ হতে হতে সম্ভবত দিন ফুরিয়ে রাত হয়ে যাবে কিন্তু শেষ হবেনা অভিযোগ। দর্শক পেটানো – মারামারি – আচরণ আরও কত কি!

কিন্তু এবার বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকেও ছাড়েননি তিনি।

চার বছর পূর্বে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলতে আসেন শোয়েব মালিক সাথে ছিলেন তার স্ত্রীও। সেসময় সময় নানারকম অশালীন কার্যক্রমের মাধ্যমে সানিয়া মির্জাকে উত্যক্ত করেছিলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ‘ব্যাড বয়’ সাব্বির রহমান। তার এক কর্মকাণ্ডে কর্তৃপক্ষের কাছে অভিযোগও করেছিলেন মালিক। বিসিবি সভাপতি সাব্বিরের বিরুদ্ধে অভিযোগ নথিতে এই অভিযোগটিও পান।

গতকাল ঘোষিত এশিয়া কাপের দল থেকে বাদ পরেছেন সাব্বির। বিসিবিও ডেকেছে শুনানির জন্য। তাই বলাই যায় বড়সড় নিষেধাজ্ঞা আসছে সাব্বিরের উপর।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ