ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

সাব্বির-নাসির-মোসাদ্দেকের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত : পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ৩০ ২১:৫৩:৪০
সাব্বির-নাসির-মোসাদ্দেকের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত : পাপন

বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন কথা বলেছেন তাদের বেপারে। তিনি বলেন, ‘ডিসিপ্লিনারি কমিটি থেকে ডাকা হয়েছে সাব্বিরকে। সুতরাং সেখানে আসার পর সিদ্ধান্ত নেয়া হবে। এখন সে স্কোয়াডে নেই। অবশ্যই এর একটি প্রভাব তো আছেই। ওরা (ডিসিপ্লিনারি কমিটি) কথা বলেই নিবে।

কথা না বলে কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সিদ্ধান্ত নেয়াটা ঠিক হবে না। এই কারণে ওরা তাঁকে (সাব্বির) ডেকেছে। তাঁর সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নিবে। আমি জানি যে যেটা হওয়া উচিৎ সেই সিদ্ধান্তই নেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘ওরা আমাকে বললো তিনজনকে ডাকা হয়েছে। এর মধ্যে মোসাদ্দেকও রয়েছে। তাঁর বিরুদ্ধেও যেহেতু একটি শৃঙ্খলা ইস্যু এসেছে সুতরাং তাঁকেও ডাকা হয়েছে। আর তিন জনের মধ্যে আরেকজন হল নাসির। তাঁকেও ডাকা হয়েছে।’

পাপন আরো বলেন, ‘সাব্বির, নাসিরদের জুনিয়র বলার কোন কারণ নেই। জুনিয়র হল শান্ত, মিরাজ এরা। এরা বুড়া হয়ে গেছে। এখনো যদি ওদের জুনিয়র বলেন, তিন বছর/চার বছর ধরে খেলতেছে একেকজন। জুনিয়র প্লেয়ার যদি বলেন তাহলে শান্ত। (মিরাজও জুনিয়রঃ জালাল ভাই)। বাকিদের জুনিয়র বলার কারণ নাই।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ