ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

প্রথমবারের মত ওয়ানডে দলে যে টাইগার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ৩০ ২১:৫১:৫৭
প্রথমবারের মত ওয়ানডে দলে যে টাইগার

আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপের মাধ্যমেই ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়ে যেতে পারে প্রতিভাবান এই ক্রিকেটারের। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে এখন পর্যন্ত ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এশিয়া কাপের দলে তাকে রাখা হয়েছে সাব্বির রহমানের বদলে।

এশিয়া কাপের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে ঢুকেছেন মোহাম্মদ মিঠুন ও আরিফুল হক। বাদ পড়েছেন এনামুল হক বিজয়, সাব্বির রহমান ও আবু জায়েদ রাহি। দলে জায়গা হয়নি সৌম্য সরকার ও ইমরুল কায়েসের।

সব শঙ্কা উড়িয়ে এশিয়া কাপের দলে আছেন সাকিব আল হাসান। তিনি এশিয়া কাপ শেষে হাতের আঙুলের অস্ত্রোপচার করাবেন।

আগামী ১৫-২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ১৪তম আসর। ২০১৬ সালে এশিয়া কাপের আসরটি অনুষ্ঠিত হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। কিন্তু এবারের আসর হবে ওয়ানডে ফরম্যাটে।

টুর্নামেন্টে গ্রুপ পর্বে বাংলাদেশ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মুখোমুখি হবে। বাংলাদেশ লড়াই করবে গ্রুপ ‘বি’তে। এ গ্রুপে লড়াই করবে ভারত, পাকিস্তান ও বাছাইপর্ব থেকে উঠে আসা একটি দল। দুই গ্রুপের সেরা দুইটি দল খেলবে সুপার ফোরে। এই পর্বের সেরা দুইটি দল খেলবে ফাইনালে।

এশিয়া কাপে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড:মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ