ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

এশিয়া কাপে তামিমের ওপেনিং সঙ্গী প্রস্তুত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৯ ১৯:৪০:১৪
এশিয়া কাপে তামিমের ওপেনিং সঙ্গী প্রস্তুত

এদিকে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে তামিমের সঙ্গে ওপেনিং করেছিলেন এনামুল হক বিজয়। সেখানে তিনি মোটেও ভালো ফর্ম করতে পারেননি। এরপর আরেক টপঅর্ডার লিটনকে খেলানো হয় তামিমের সঙ্গে। সংক্ষিপ্ত ফরম্যাটে তিনি কিছুটা হলেও নিজেকে ফুটিয়ে তুলতে ফেরেছেন। বিসিবি যেভাবে চেয়েছে সেভাবে নিজের উপস্থাপন করেছেন। তারপরও অভিজ্ঞতা ও পরিসংখ্যান বিচারে এশিয়া কাপে সৌম্যের ওপরই ভরসা নির্বাচকদের।

এ বিষয়ে বুধবার (২৯ আগস্ট) সৌম্য সরকার বলেছেন, ‘ওপেনিং অথবা সাত নাম্বার; যেখানে আমাকে নামানো হোক না কেন। আমার কাজ হচ্ছে পারফর্ম করা।’

এসময় নিজের বোলিং নিয়েও কথা বলেন সৌম্য। বলেছেন, ‘আমি সবসময়ই প্রস্তুত বোলিং করতে। বিশেষ করে আমি যখন ক্যারিয়ার শুরু করি তখন দলে দুইজন পেসার ছিল। আর এখন দলে তিনজন পেসার। আর সে কারণে আমার বোলিংয়ের সুযোগ মেলে না।’-ক্রিকবাজ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ