ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

চরম বিপদে উড়তে থাকা আফগানিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৯ ১৯:০৯:৩৮
চরম বিপদে উড়তে থাকা আফগানিস্তান

এদিন ইনিংসের শুরুর ১৬ রানের মাথায় টপঅর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারিয়ে ব্যাকফুটে চলে যায় আফগানিস্তান। এরপর রহমত শাহ ও অধিনায়ক অসগর স্তানিকজাই মিলে চেষ্টা করেন বিপদ মুক্ত করতে। কিন্তু ২৬.৩ ওভারের সময় সিমি সিংহের বলে ক্যাচ তুলে সাজঘরে ফিরেন রহমত শাহ (৩২)। আর তাতে ফের বিপদে পড়ে সফরকারীরা। দলীয় ৮২ রানে এই মিডলঅর্ডার ফেরার পর ৮৯ ও ১০০ রানে সাজঘরে ফিরেন নবী (১৩)-অসগর (৩৯)।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত ৩৭.৫ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ১১২। ব্যাট হাতে লড়ছেন নাজিবুল্লাহ জাদরান (৯) ও রশিদ খান (৩)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ