ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

নবীর যে রেকর্ডটি নেই ক্রিকেটবিশ্বের কারোই

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৯ ১৮:৪৯:৫৫
নবীর যে রেকর্ডটি নেই ক্রিকেটবিশ্বের কারোই

র‌্যাঙ্কিংয়ে অগ্রগতি, ভালো পারফর্ম। দুই মিলিয়ে বেশ আনন্দে দিন কাটাচ্ছেন সাবেক আফগান অধিনায়ক। এরই মাঝে তার নামের পাশে যুক্ত হলো দারুণ একটি রেকর্ড। যা বিশ্বের আর কারো নাই। ক্রিকেট ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে অনন্য এক রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। দেশের জার্সিতে শততম ওয়ানডেতে অংশ নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন আফগানিস্তানের এই অলরাউন্ডার।

বুধবার (২৯ আগস্ট) আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে এই রেকর্ড গড়েছেন নবী। এটি ছিল আফগানিস্তানের ইতিহাসের শততম ওয়ানডে, নবীরও। অর্থাৎ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে শুরু থেকে দেশের শততম ওয়ানডে ম্যাচ পর্যন্ত খেলার গৌরব অর্জন করেছেন নবী।

এই তালিকায় তার ধারেকাছেও নেই কেউ। কেনিয়ার স্টিভ টিকোলো দেশের হয়ে ৪৯তম ওয়ানডে পর্যন্ত খেলে রেকর্ড গড়েছিলেন। জিম্বাবুয়ের হয়ে দেশের ৪২তম ওয়ানডে পর্যন্ত খেলে এই তালিকায় তৃতীয় অবস্থানে হটান।

প্রসঙ্গত, এই তথ্য লিখার সময় আইরিশদের বিপক্ষে আফগানিস্তানের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৬৪। টপঅর্ডারদের ব্যর্থতা মিডল অর্ডারের দুই ব্যাটসম্যান রহমত শাহ ও আসর স্তানিকজাই চাপ সামলাচ্ছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ