ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

এবার লড়াই হবে দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৯ ১৬:০০:৩৮
এবার লড়াই হবে দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের

বড় হারেও গ্রুপ ‘বি’ থেকে তৃতীয় স্থান নিশ্চিত বাংলাদেশের। শুধু মালয়েশিয়াকে হারাতে পারলে তিনে আসার সুযোগ থাকত ওমানের। গতকাল উল্টো ওমানকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে মালয়েশিয়া। তাই ৫ ম্যাচ শেষে পাকিস্তানের পয়েন্ট ১৫, মালয়েশিয়ার ১২, বাংলাদেশের ৯, ওমানের ৬, থাইল্যান্ডের ৩ ও কাজাখস্তানের শূন্য। বাংলাদেশ এখন ১ সেপ্টেম্বর পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ষষ্ঠ হলেও আগামী এশিয়া কাপ খেলবে সরাসরি। গতকাল গ্রুপ ‘এ’র শেষ ম্যাচে জাপান অপ্রত্যাশিতভাবে দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারিয়ে চলে যায় সেমিফাইনালে। শেষ চারে ভারত খেলবে মালয়েশিয়ার সঙ্গে আর পাকিস্তানের প্রতিপক্ষ জাপান। এবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের লড়াই।

তবে প্রতিপক্ষ ঠিক হওয়ার আগে জাপানের মুখোমুখি হতে হবে ধরে নিয়ে অধিনায়ক ফরহাদ আহমেদ শিতুল জানিয়েছিলেন, ‘চার দিন বিরতি আছে। এই কদিন আমরা বিশ্রাম নেব আর প্রস্তুত হব জাপানের জন্য। শক্তি অনুযায়ী কোরিয়ার কাছে ওদের হারার কথা। পাকিস্তানের বিপক্ষে এতগুলো পেনাল্টি কর্নার না দিলে হারের ব্যবধান অনেক কমে আসতে পারত আমাদের। মিস না করলে গোলও পেতে পারতাম পেনাল্টি কর্নার থেকে।’ রাসেল মাহমুদ জিমি হতাশ ব্যবধান এত বেশি হওয়ায়, ‘আমরা ৫ গোল খাওয়ার মতো খেলিনি। ব্যবধানটা বেশি হয়ে গেছে। প্রথম গোলটা শুরুতে খেয়েই সর্বনাশ হয়ে গেছে।’

দ্বিতীয় মিনিটেই বাংলাদেশ কিছু বুঝে ওঠার আগে আতিক মোহাম্মদের গোলে এগিয়ে যায় পাকিস্তান। নবম মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন মুবাসর আলী। ২৫ মিনিটে আরেকটি পেনাল্টি কর্নার থেকে গোল মুবাসরের। ৩৬ মিনিটে শান আলী পেনাল্টি কর্নার থেকে ব্যবধান করেন ৪-০। শুরুটা যাঁর স্টিকে সেই আতিক মোহাম্মদের ৪৮ মিনিটের গোলে পাকিস্তান মাঠ ছাড়ে বড় জয়ে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ