ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

এশিয়া কাপ বাছাইপর্বে ২১৫ রানে জয় পেল আরব আমিরাত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৯ ১৪:৩৭:২৩
এশিয়া কাপ বাছাইপর্বে ২১৫ রানে জয় পেল আরব আমিরাত

প্রথমে টসে জিতে ব্যাট করতে নামে আরব আমিরাত। আর শুরুতেই দুই ওপেনারের তাণ্ডব। আশিক আহমেদ ৫৩ বলে ৬৪ রান করে ম্যানপ্রেট সিংয়ের বলে বিদায় নেন। তার ইনিংসটি ছিলো ৮ চার ও ৩ ছক্কার সাহায্যে। আরেক ওপেনার ক্রিস সুরি ১২৪ বলে ১১১ রান করে আমজাদ মাহবুবের বলে বোল্ড হয়ে সাজ ঘরে ফিরেন। তার ইনিংসটি সাজানো ছিলো ১২ চার ও ২ ছক্কার সাহায্যে।শেষের দিকে সাইমান আনোয়ারের অতিমানবীয় ৭৩ রানের ইনিংসের উপর ভর করে সিঙ্গাপুরকে ৩১৩ রানের লক্ষ্য দেয় রোহান মোস্তফার দল।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে চোখে ‘সরষে’ ফুল দেখল সিঙ্গাপুর। ছয় ক্রিকেটারই শূন্য রানে প্যাভিরিয়নের পথ ধরেন। দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন অধিনায়ক (৫১)। আর আমজাদ মাহবুব ১৭ ও পেরেম ১০ রান করেন। ফলে মাত্র ৯৭ রানে থেমে যায় সিঙ্গাপুর। আর তাতে ২১৫ রানের জয় পায় আরব আমিরাত।

আমিরাতের হয়ে ৬টি উইকেট তুলেন আহমেদ রেজা। দুটি উইকেট নেন অধিনায়ক মোস্তফা। এ ছাড়া ১টি করে উইকেট নেন মোহাম্মদ নাভেদ ও হায়দার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ