ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

মেসির বিকল্প হিসেবে বার্সার নতুন উদ্যোগ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৯ ১২:৫২:৫১
মেসির বিকল্প হিসেবে বার্সার নতুন উদ্যোগ

নেইমারকে মেসির শূন্যতা পূরণের জন্য গড়ে তুলছিল বার্সা। কিন্তু গত বছর ক্লাব ছেড়ে চলে গেছেন ব্রাজিল তারকা। এদিকে, বার্সেলোনার বর্তমান দলে এমন সম্ভাবনাময় কেউ নেই যার ওপর মেসির শূন্যতা পূরণের জন্য আস্থা রাখা যায়। ফলে কোনো সম্ভাবনাময় তরুণকে কিনে এখন থেকেই গড়ে তুলতে চাইছে বার্সেলোনা। আর এই লক্ষ্যে কাতালান ক্লাবটি নজর দিচ্ছে মোহাম্মদ সালাহর দিকে।

শুদু সালাহ নয় পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে বার্সেলোনা। উয়েফার নিষেধাজ্ঞার মুখে আছে পিএসজি। ফরাসি ক্লাবটি নিষেধাজ্ঞায় পড়লে এমবাপ্পেকে কেনার পথটা উন্মুক্ত হয়ে পড়বে বার্সেলোনার জন্য। মেসির শূন্যতা পূরণের জন্য কাউকে তৈরি করতে ২৫০ মিলিয়ন ইউরো নিয়ে মাঠে নামার পরিকল্পনা বার্সার।

ডন ব্যালেনের এক প্রতিবেদনে বলা হচ্ছে, মোহাম্মদ সালাহর প্রতিই বেশি ঝোঁক বার্সেলোনার। গত মৌসুমে লিভারপুলের হয়ে ৪৪ গোল করা সালাহর খেলার ধরণ অনেকটা মেসির মতোই। মেসির মতো সালাহও বা-পায়ে আক্রমণ রচনা করেন। দক্ষতা ও দুর্দান্ত ফিনিশিংয়েও মেসির মতো। তাছাড়া ডি-বক্সের ভেতরে বেশ পোক্ত সালাহ, চিত্তাকর্ষক গোল করার ক্ষমতাও রয়েছে। ফলে সালাহকে নিয়েই বেশি ভাবছে কাতালান ক্লাবটি। দেখা যাক, কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ