ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

এশিয়া কাপে কাঁদতে চাই না হাসতে চাই : মিরাজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৮ ২৩:৫৪:০৮
এশিয়া কাপে কাঁদতে চাই না হাসতে চাই : মিরাজ

তবে টি-টোয়েন্টি সংস্করণে হওয়া ২০১৬ এশিয়া কাপের ফাইনাল দেখেছেন মাঠে বসেই। দর্শক হয়ে দেখা সেই ফাইনাল হার ভুলতে পারেন না। তবে বাংলাদেশের আর সবার মতো মিরাজকে বেশি পোড়ায় ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালের হারটা, ‘ম্যাচটা দেখেছিলাম বরিশালে আমার দাদার বাড়িতে বসে। কী যে কেঁদেছিলাম!’ সেই যন্ত্রণা ভোলার দারুণ সুযোগ আসতে পারে মিরাজের সামনে।

তিনি পারবেন পুরোনো কান্নাকে হাসিতে রূপান্তর করতে? ‘জাতীয় দলে আসার পর অনেকগুলো ম্যাচ একটুর জন্য হারের অভিজ্ঞতা হয়েছে। গত নিদাহাস ট্রফির ফাইনাল, দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটা, গত মাসে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। খুব কাছে গিয়ে হেরে অনেক কেঁদেছি। এবার হাসতে চাই’—আত্মবিশ্বাসী কণ্ঠে বলছেন মিরাজ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ