ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

এমপি নির্বাচন করবেন হিরো আলম!

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৮ ২৩:০৩:৫৬
এমপি নির্বাচন করবেন হিরো আলম!

এবার ‘হিরো আলম’ জানালেন রাজনীতিতে আসার ইচ্ছে তার। আগামী জাতীয় সংসদ নির্বাচনেই বগুড়া-৬ সদর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নেয়ার ইচ্ছা পোষণ করেন তিনি।

হিরো আলম বলেন, ‘জনগণের ভালোবাসা ও প্রত্যক্ষ ভোটে আমি এমপি হতে চাই। মনোবল থেকেই আমার উঠে আসা।’

তিনি আরও বলেন, ‘চেহারা দেখে মানুষের যোগ্যতার বিচার করা যায় না। প্রতিটি সফলতার ধাপে ধাপে থাকতে হয় প্রতিভা। আমার গর্ব আমি বগুড়ার সন্তান। তাই বগুড়া নিয়েই আমার স্বপ্ন বেশি। আমি এলাকার মানুষের সঙ্গে থাকতে চাই।’

বলিউডে ডাক পাওয়া প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশের প্রথম অভিনেতা (নায়ক) হিসেবে আমি বলিউডে সুযোগ পেয়েছি। এখানে আমিই প্রথম। সত্যিই এটা স্বপ্নের মত। মিডিয়া আর জনগণের ভালোবাসায় আমার স্বপ্ন পূরণের পথে।’

এছাড়া প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাদের তুলে আনতেও সংশ্লিষ্টদের সুনজরদারি ও যথাযথ পদক্ষেপ আশা করেন হিরো আলম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে