ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

দাপুটে ক্রিকেটই হোক সাফল্যের হাতিয়ার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৮ ১৬:৩৩:৩১
দাপুটে ক্রিকেটই হোক সাফল্যের হাতিয়ার

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে এবং টি টুয়েন্টি সিরিজ জিতে আসার পর আত্মবিশ্বাসের দিক থেকেও বেশ এগিয়ে আছে টাইগাররা। আর আসন্ন এশিয়া কাপে এই আত্মবিশ্বাস দিয়েই যে বাজিমাত করতে চাইবে মাশরাফি বিন মর্তুজার দল তা বলাই বাহুল্য।

জাতীয় ক্রিকেট দলের অফ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও তাই নিজেদের সামর্থ্যের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। এশিয়া কাপেও দাপুটে ক্রিকেট খেলবে তাঁর দল বলে বিশ্বাস করেন তিনি। আর এটাই হতে পারে সাফল্যের একমাত্র হাতিয়ার। টাইগার এই অলরাউন্ডার সাংবাদিকদের বলেন,

'আমরা শেষ চার বছর কিন্তু ভালো ক্রিকেট খেলে আসছি। বিশ্বকাপ দেখেন, দেশে কিংবা বাইরে বলেন... আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি, দাপুটে ক্রিকেট খেলেছি। ওইটাই আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে।'

দলের সিনিয়র এবং জুনিয়র ক্রিকেটারদের প্রতিও বেশ ভরসা রাখছেন মিরাজ। এশিয়া কাপে শতভাগ ঢেলে দিতে পারলে দারুণ সাফল্য অর্জন করতে পারবে বলে মনে করছেন টাইগার এই ক্রিকেটার। তাঁর ভাষায়,

'আমাদের সিনিয়র ক্রিকেটাররা অনেক দাপট দেখিয়ে খেলে আসছে। জুনিয়ররাও অবদান রেখেছে। সব মিলিয়ে আমরা সবাই আত্মবিশ্বাসী। আমরা যদি আমাদের শতভাগ দিতে পারি তাহলে ভালো কিছু হবে।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ