ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

এক বছর পর বার্সার ট্রেনিং ক্যাম্পে নেইমার!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৮ ১৩:১৩:৩১
এক বছর পর বার্সার ট্রেনিং ক্যাম্পে নেইমার!

নেইমারের বার্সেলোনা ছাড়ার এক বছর পূর্ণ হয়েছে চলতি মাসের ৩ তারিখ। কাতালান ক্লাবটি ছাড়ার মাসেই বন্ধু ও সাবেক সতীর্থদের সাথে দেখা করতে বার্সার ট্রেনিং ক্যাম্পে হাজির হন নেইমার। সেখানে গিয়ে ইভান রাকিতিচ, লুইস সুয়ারেজ ও মার্ক-আন্দ্রে টার স্টেগেনের সাথে ছবি তোলেন। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে ভক্তদের সাথে শেয়ার করেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘তোমাদের সাথে দেখা পরে আমি আনন্দিত। তোমরা আমকে অনেক মিস করেছ, হাহাহা ...।’

এদিকে নেইমারের এই বার্সা ভ্রমণে অন্যকিছুর আভাস পাচ্ছিলেন অনেকেই। গুঞ্জন উঠেছিল, নেইমার হয়তো বার্সেলোনায় ফিরে যেতে চান। কিন্তু বার্সার ট্রেনিং ক্যাম্পে যে নিছক বন্ধুদের সাথে দেখা করতেই গিয়েছেন তিনি তাও নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। টিভি-থ্রিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘পিএসজি’র সাথে আমার চুক্তি আছে। আমি সেখানেই থাকছি।’

এদিকে নেইমারের সাথে খেলার অভিজ্ঞতা জানাতে গিয়ে বার্সেলোনার ফরাসি ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি বলেছেন, ‘নেইমার বার্সেলোনাতে খুব ভালো একজন সতীর্থ ছিল। সে খুবই মজার মানুষ। সে সবসময় হাসিখুশি থাকে এবং মজা করতে ভালোবাসে।’

রেকর্ড ২২২ ইউরোতে নেইমারকে কেনার পর ১৮০ মিলিয়ন ইউরোতে মোনাকো থেকে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে কিনেছিল পিএসজি। যা ট্রান্সফারের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। তবে গেল মৌসুমের পুরোটা একসাথে খেলতে পারেননি নেইমার ও এমবাপে। ফেব্রুয়ারিতে মার্সেইর বিপক্ষে পায়ে চোট পেয়ে মাঠে বাইরে চলে যেতে হয় নেইমারকে। এবং পুরো মৌসুমেই মাঠের বাইরে থাকেন তিনি। নেইমারকে ছাড়াই পিএসজি’কে লিগ ওয়ানের শিরোপা জিতিয়েছিলেন এমবাপে-কাভানিরা। তবে এই মৌসুমে যে এই জুটি মাঠ কাঁপাবে সেই কথা স্মরণ করিয়ে দিলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের সদস্য উমতিতি।

নেইমার-এমবারের রসায়ন নিয়ে তিনি বলেছেন, ‘আমরা সবাই নেইমারের সামর্থ্য সম্পর্কে জানি। সে যেকোন ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। সে এক অন্য উচ্চতায় আছে। সে এবং এমবাপে এক সঙ্গে খেলার জন্য তৈরি হয়েছে। তাদের এক সাথে খেলতে কোন অসুবিধা নেই।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ