ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু আফগানদের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৮ ১৩:১২:২০
জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু আফগানদের

এদিন মূলত আফগান বোলারদের আছে আত্মসমর্পণ করে আয়ারল্যান্ড। বিশেষ করে আফতাব আলম ও মুজিব উর রহমানের কাছে বিধ্বস্ত হয় স্বাগতিকরা। দারুণ কৃপণ ছিলেন এই দুই বোলার। ১০ ওভার বল করে ১ উইকেট নিলেও ৩.২০ ইকোনোমিতে ৩২ রান দিয়েছেন মুজিব। অন্যদিকে ৯ ওভার বল করে ৩.৭৭ ইকোনোমিতে ৩৪ রান দিয়েছেন আফতাব, উইকেট নিয়েছেন ২টি। যার ফলে আফগানদের ২২৭ রান টপকাতে পারেনি আয়ারল্যান্ড।

এদিন আইরিশদের হয়ে সর্বোচ্চ ৫৫ রান অ্যান্ডি ব্যালবিরনি। এ রান করতে তিনি খেলেছেন ৮২ বল। দ্বিতীয় সর্বোচ্চ রান গ্যারি উইলসনের। ৫০ বল খেলে তিনি করেছেন ৩৮ রান। এই পরিসংখ্যানেই বোঝা যায় কতটা দাপট দেখিয়েছেন আফগান বোলাররা। এই দাপটের সামনে ২২৭ রানের তুলনামূলক সহজ টার্গেটও কঠিন হয়ে যায় আয়ারল্যান্ডের জন্য।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে গুলবাদিন নবী ও হাসমতুল্লাহ শাহিদির ব্যাটে ভর দিয়ে লড়াই করার মতো পুঁজি গড়ে আফগানিস্তান। নবী করেছেন ৬৪ রান। অন্যদিকে শাহিদি ৫৪ রান করেন। এছাড়া রহমত শাহ ২৯ ও আসগার ২৫ রান করেছেন। আয়ারল্যান্ডের হয়ে ৩১ রানে ৪ উইকেট নিয়েছেন টিম মুর্টাঘ। এছাড়া বয়েড র্যা নকিন নিয়েছেন ৩ উইকেট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ