সুপারস্টার নন, তবে এরাই নতুন প্রজন্মের হার্টথ্রব!
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, পরপর অন্য রকমের ছবি করছেন এবং প্রশংসা পাচ্ছেন ভিকি। নজরে আসেন ‘মাসান’ দিয়ে। নীরজ ঘেওয়ানের এই ছবি যথেষ্ট আলোচিত। এবং সেখানে মনে রাখার মতো অভিনয়ও করেছিলেন ভিকি। তখনও অবশ্য এখনকার মতো জনপ্রিয় হননি। বরং পাশের বাড়ির মিষ্টি ছেলের অবতারেই মন কেড়েছিলেন। ইন্ডাস্ট্রিতে ঢুকেই তিনি অনুরাগ কাশ্যপ-নীরজ ঘেওয়ানদের ঘরের লোক হয়ে গিয়েছিলেন। কারণ অভিনয়-জীবনের আগে অনুরাগকে ‘গ্যাংস অফ ওয়াসিপুর’-এ অ্যাসিস্ট করেছিলেন ভিকি।
‘জুবান’ নামে একটি ছবির পরেই অনুরাগের ‘রমন রাঘব ২.০’ করেন তিনি। সামনে আবার অনুরাগের রোমান্টিক ছবি ‘মনমর্জিয়া’য় দেখা যাবে ভিকিকে। এর আগে অবশ্য আলিয়া ভাটের সঙ্গে ‘রাজি’তে কাজ করেছেন। সে ছবিতে আলিয়ার পাশে নজর কেড়েছিলেন ভিকিও। তার সংযত অভিনয় প্রশংসিত হয় রীতিমতো। তারপর ‘সঞ্জু’তে রণবীর কাপুরের প্রিয় বন্ধুর চরিত্রেও মাত করেছিলেন। অভিনেতার একটি ইতিবাচক দিক হল, তিনি পার্শ্বচরিত্রে কাজ করুন বা মূল ভূমিকায়— নিজের অভিনয়টাকে অন্যদের পরিপূরক করে তুলতে জানেন। সুন্দর সুঠাম গড়ন এবং মিষ্টি ব্যক্তিত্ব হয়ে উঠেছে ভিকির ইউএসপি।
ঈশান খাট্টার
শহিদ কাপুরের ভাইকে নিয়েও কম আগ্রহ নেই ভক্তদের মধ্যে। তার সবচেয়ে বড় কারণ ঈশান প্রথম ব্রেকটাই পেয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক মাজিদ মাজিদির ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’-এ। তার পরে জুলাইয়ে মুক্তি পেয়েছিল ঈশান আর জাহ্নবী কাপুরের ‘ধড়ক’। মারাঠি ছবি ‘সাইরাট’-এর হিন্দি রিমেক সেটা। সমালোচনা হলেও ছবি হিট করেছে। সঙ্গে সঙ্গে বেড়েছে ঈশানকে নিয়ে উৎসাহও। ঈশান অভিনয় এবং নাচের জন্য ইতিমধ্যেই প্রশংসিত। ভাবী মীরা রাজপুত তো বলেই দিয়েছেন, ঈশান শহিদের চেয়েও ভাল নাচেন! সে যাই হোক, শহিদের মতোই চকলেট বয় চেহারা ঈশানের। তাই অল্পবয়সিদের মধ্যে তাকে নিয়ে বেশ উন্মাদনা রয়েছে। আর ঈশানের ব্যক্তিগত জীবনটাও রঙিন! ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’-তে ডেবিউ করতে যাওয়া তারা সুতারিয়ার সঙ্গে এক সময়ে ডেট করতেন তিনি। কিন্তু সেই প্রেম ভেস্তে যায়। তার পর শোনা গিয়েছিল, জাহ্নবীর সঙ্গে ঘোরাফেরা করছেন তিনি।
কার্তিক আরিয়ান
এই মুহূর্তে বিভিন্ন ছবির কাস্টিং এবং ব্র্যান্ড এনডোর্সমেন্টের ক্ষেত্রে কার্তিক আরিয়ানকে বিবেচনা করছে ইন্ডাস্ট্রি। কার্তিক অবশ্য কাজ করছেন ২০১১ সাল থেকে। ‘পেয়ার কা পঞ্চনামা’য় প্রথম নজরে আসেন। সেটা হিন্দি মুভি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তার পর দু’-একটা ছোটখাটো ছবির পর ‘পেয়ার কা পঞ্চনামা’র সিকুয়েলে দেখা যায় কার্তিককে। সে ছবিও কম জনপ্রিয় হয়নি। তার পরেও তিনি শর্ট ফিল্ম এবং ছোট বাজেটের কমেডিতেই কাজ করছিলেন। ২০১৮ সাল থেকে কার্তিকের ক্যারিয়ারের মোড় ঘুরতে শুরু করে। তিনি ‘সোনু কে টিটু কে সুইটি’তে অন্যতম লিড হিসেবে অভিনয় করেন। এবং তার পর থেকে টিনএজ থেকে ইয়ং অ্যাডাল্ট’ সকলেরই মুখে এক নাম। কার্তিক আরিয়ান। ছবি বিরাট সাফল্যও পায়। কলকাতাতেও তার খ্যাতি কিছু কম নয়। কোনও ইভেন্টে তিনি কলকাতা গেলে মেয়েদের ভিড় নিয়ন্ত্রণে রাখা যায় না! কার্তিককে এর পরে দেখা যাবে ‘লুকা ছুপি’তে। সেই ছবিতে তার বিপরীতে রয়েছেন কৃতী শ্যানন। শোনা গিয়েছিল, করণ জোহরের ব্যানারে কারিনার বিপরীতে দেখা যাবে কার্তিককে। পরে করণ জানান, কার্তিকের অতি উৎসাহী পি আর টিমের রটানো সেই খবর! সে যাই হোক, অভিনয় ছাড়া কার্তিক মুম্বাইয়ে প্লাস্টিক দূষণ কমানোর প্রচারেও নিয়মিত থাকেন। পেটানো চেহারার সুন্দর চেহারা কার্তিকের ইউএসপি।
সুমিত ব্যাস
ওয়েব সিরিজ ‘পার্মানেন্ট রুমমেটস’-এ আত্মপ্রকাশ করেন সুমিত। সেই চরিত্র এই প্রজন্মের প্রায় সকলেরই মনের কাছের। বলিউডে তার ডেবিউ হয় ‘ইংলিশ ভিংলিশ’-এর মাধ্যমে। ‘গুড্ডু কী গান’ এবং ‘পার্চড’ এই দুই ছবিতেও পার্শ্বচরিত্রে কাজ করেন। তার কাজ সেখানে তেমন উল্লেখযোগ্য না হলেও ২০১৭ সালে কাল্কি কোয়েচলিনের সঙ্গে ‘রিবন’-এ অভিনয় করেন সুমিত। সে ছবির বিষয়বস্তু প্রশংসিত হয়। সুমিতকে নিয়ে উৎসাহও বাড়ে নারীদের মধ্যে। তিনি অভিনয় শুরু করেছিলেন থিয়েটার দিয়ে। টেলিভিশনেও টুকটাক কাজ করেছেন। বিভিন্ন ওয়েব সিরিজে নিয়মিত স্ক্রিপ্ট লেখেন। ‘লাভ পার স্কয়ার ফুট’-এ ভিকি কৌশলের চরিত্রটি তার লেখা। এ বছরই সবচেয়ে বড় ব্রেকটা পেয়েছিলেন সুমিত। কারিনা কাপুরের বিপরীতে ‘বীরে দি ওয়েডিং’-এর রোল। সাত বছরের বিবাহিত জীবন থেকে ২০১৭-তেই বেরিয়ে এসেছেন সুমিত। সাবেক স্ত্রী’র নাম শিবানী। এই মুহূর্তে একতা কউলের সঙ্গে ডেট করছেন সুমিত। শোনা যাচ্ছে, সামনের সেপ্টেম্বরেই বিয়ে করছেন তারা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সৌদি রিয়াল রেটের বিশাল লম্বা লাফ, দেখেনিন আজকের রেট কত
- সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গ্রেফতার, বেরিয়ে আসলো আসল তথ্য
- ব্রেকিং নিউজ: চরম দু:সংবাদ, ভিসা বন্ধ করল....
- আজ ৬/১/২০২৫ তারিখ, দেখেনিন আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- সৌদি রিয়াল রেটের অবিশ্বাস্য লাফ, দেখেনিন আজকের রেট কত
- সৌদি রিয়াল রেটের বিশাল লম্বা লাফ, দেখেনিন আজকের রেট কত
- আজ ৭/১/২০২৫ তারিখ, দেখেনিন আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের ১৯ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা
- কমতেই আছে সৌদি রিয়াল রেট, দেখেনিন আজকের রেট কত
- সাব্বিরের অবস্থা ভ য়া ব হ : স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন সাব্বির
- ব্রেকিং নিউজ : দেশে ফিরছেন শেখ হাসিনা, দেশজুড়ে চাঞ্চল্য, বেরিয়ে এলো আসল সত্য
- আজ ৬/১/২০২৫ তারিখ, দেখেনিন আজকের সকল দেশের টাকার রেট
- শেষ হলো বৈঠক, বিসিবিকে সিদ্ধান্ত জানালেন তামিম
- দেশে টাকা পাঠানোর উত্তম সময়: ব্যাপক হারে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট, জেনেনিন আজকের রেট কত
- সৌদি প্রবাসীদের জন্য নতুন ধাক্কা, আসলো নতুন ঘোষণা