ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

সালমানের ডেবিউয়ের সময় কত বয়স ছিল তার নায়িকাদের?

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৮ ১৩:১০:১৫
সালমানের ডেবিউয়ের সময় কত বয়স ছিল তার নায়িকাদের?

বলিউড মহলের জোর গুঞ্জন পুরনো প্রেম আবার ফিরে এসেছে। সালমান আর ক্যাটরিনার পুরনো প্রেম। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, একসঙ্গে বেশ কিছু সিনেমা করেছেন সালমান আর ক্যাটরিনা। আপাতত দু’জনে ব্যস্ত ‘ভারত’-এর শুটিংয়ে।

তবে সালমান যখন ১৯৮৮ সালে ডেবিউ (অভিষেক) করলেন ক্যাটরিনা তখন মাত্র ৫ বছরের। আর এখন তাদের দু’জনের প্রেম নিয়ে বলিউডে গুঞ্জন।

শুধুমাত্র ‘সুলতান’এ একসঙ্গে কাজ করেছেন আনুশকা শর্মা আর সালমান খান। আর ওই একটা ছবিতেই বাজিমাত করে দিয়েছিলেন দু’জনে। সে ছবিও ব্লকবাস্টার হিট।

যে বছরে সালমান ডেবিউ ছবি করলেন আনুশকার জন্মই হল সেই বছরে।

২০১০ সালে ‘দাবাং’ ছবিটি দিয়ে বলিউডে হাতখড়ি হয় সোনাক্ষি সিংয়ের। সালমান খানের বিপরীতে।

আর সালমান যে দিন ডেবিউ ছবি করলেন সোনাক্ষি তখন মাত্র এক বছরের।

২০০০ সালে বলিউডে পা রাখেন কারিনা কাপুর। পরে ‘বজরঙ্গি ভাইজান’, ‘বডিগার্ড’ এই সব ছবিতে একসঙ্গে কাজও করেছেন সালমান আর কারিনা।

সালমানকে কারিনা প্রথম দেখেন ‘আন্দাজ আপনা আপনা’-র সেটে। বলিউডে গুজব, সেই সময়ে সালমানকে আঙ্কেল বলেই ডেকেছিলেন কারিনা। সালমানের ডেবিউ ছবির সময়ে কারিনা ছিলেন মাত্র ৮ বছরের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে