ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ক্রিকেট বিশ্বকাপ দেখা যাবে সিনেমা হলে!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৮ ১৩:০৯:১৭
ক্রিকেট বিশ্বকাপ দেখা যাবে সিনেমা হলে!

আইসিসি জানিয়েছে, সিনেমা ব্যবসায়ী, ব্যক্তিগত সিনেপ্লেক্স ও থিয়েটার কোম্পানিগুলো টেন্ডার জমা দিতে পারবে। চাইলে কোন মিডিয়া এজেন্সিও এতে অংশ নিতে পারবে। আগ্রহীরা কোন নির্দিষ্ট দেশ, অঞ্চল বা সারা বিশ্বের সিনেমা হলের স্বত্ব কিনতে পারবে। আইসিসি এই উদ্যোগের নাম দিয়েছে ‘সিনেমা স্ক্রিনিং।’

আইসিসির মিডিয়া রাইটস, ব্রডকাস্ট অ্যান্ড ডিজিটালে প্রধান আরতি সিং দেবাস বলেছেন, ‘২০১৯ সালের বিশ্বকাপ হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর। আইসিসি ও বিশ্ব ক্রিকেটের সামনে আরো বেশি মানুষের সাথে সংযুক্ত হওয়ার বড় সুযোগ এটা। আমরা বিভিন্ন প্লাটফর্মে বিশ্বকাপের ম্যাচগুলো পৌঁছে দিতে চাই, যাতে করে ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি আরো বেশি মানুষ উপভোগ করতে পারে।’

তিনি আরো বলেছেন, ‘সিনেমা স্ক্রিনিং প্রস্তাব হচ্ছে একটি ভিন্নমাত্রার চিন্তা। যাতে ক্রিকেট বিশ্বকাপের খেলাগুলো সম্প্রচারে বৈচিত্র্য আনা যায়। এতে করে সাধারণ মানুষ পরিবারসহ একসঙ্গে বড় স্ক্রিনে বসে খেলা উপভোগ করতে পারবেন। যেখানে একটি সামাজিক পরিবেশ তৈরি হবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ