নিজেদের মাঠে সবচেয়ে বড় হারের লজ্জা মরিনহোর

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ। দর্শকের ছিল উপছেপড়া ভিড়। প্রায় ৭৫ হাজার দর্শক এসেছিল খেলা দেখতে। আগের ম্যাচে ব্রাইটনের মাঠে গিয়ে ৩-২ ব্যবধানে হেরে আসার পর এই ম্যাচে ম্যানইউ ঘুরে দাঁড়াবে- এমন প্রত্যাশাই ছিল ভক্ত-সমর্থকদের। কিন্তু হোসে মরিনহোর শিষ্যরা স্বাগতিক দর্শকদের এতটা হতাশ করবে, তা ভাবতেই পারেনি কেউ।
বিশেষ করে টানটান উত্তেজনায় ভরা প্রথমার্ধ উপহার দেয়ার পর দ্বিতীয়ার্ধে যখন ম্যাচটা জীবিত ছিল, তখনও আশা ছাড়েনি স্বাগতিকরা; কিন্তু দেখা গেলো দ্বিতীয়ার্ধে এসেই খেই হারিয়ে ফেলে মরিনহোর শিষ্যরা। একের পর এক গোল হজম করে বসে তারা। মোট ৩ গোল হজম করেই মাঠ ছাড়তে হয় পল পগবা-রোমেলু লুকাকুদের।
খেলার ৫০ মিনিটেই হ্যারি কেইনের দারুণ এক গোলে এগিয়ে যায় টটেনহ্যাম হটস্পার। কিয়েরন ট্রিপিয়ার কর্নার কিক থেকে ভেসে আসা বলে দারুণ এক হেড করেন হ্যারি কেইন। ওল্ড ট্র্যাফোর্ডে ৫ ম্যাচ খেলে এই প্রথম গোলের দেখা পেলেন কেইন। এর খানিক পরই রোমেলু লুকাকু দারুণ একটি সুযোগ পেয়েছিলেন ম্যানইউকে এগিয়ে দেয়ার। কিন্তু টটেনহ্যামের বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং গোলরক্ষক হুগো লরিস লুকাকুর চেষ্টা থামিয়ে দেন।
২ মিনিট পরই দুই গোলে পিছিয়ে পড়ে ম্যানইউ। অ্যান্ডার হেরেরা ক্রিশ্চিয়ান এরিকসেনকে ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ডেনমার্কের এই ফুটবলার ক্রস করেন পোস্টের সামনে। সেখানে ছিলেন লুকাস মউরা। তিনি বলটা নিয়েই দারুণ এক শটে জড়িয়ে দেন ম্যানইউর জালে।
দ্বিতীয় গোলের পর আরও দুটি দারুণ সুযোগ পেয়েছিলো টটেনহ্যাম। কিন্তু গোল করতে ব্যর্থ হয় তারা। ডেলে আলির একটি শট ফিরিয়ে দেন ডেভিড ডি গিয়া। এরপর ভিক্টর লিন্ডলের ভয়ঙ্কর ব্যাক পাস থেকে পাওয়া বলটি হেড করে পোস্টের বাইরে পাঠিয়ে দেন হ্যারি কেন।
ম্যাচের ৮৪ মিনিটে গিয়ে ব্যবধান আরও বাড়িয়ে দেন লুকাস মউরা। নিজের দ্বিতীয় গোল করার পাশাপাশি তিনি টটেনহ্যামকে এনে দেন ৩-০ গোলের দারুণ এক জয়। দুর্দান্ত গতি দিয়ে তিনি পেছনে ফেলেন ম্যানইউর পুরো ডিফেন্সকে। শেষ মুহূর্তে ক্রিস স্মলিংকে কাটিয়ে ডেভিড ডি গিয়াকে পরাস্ত করেন মউরা। তার পুরো ক্যারিয়ারে ঘরের মাঠে এত বড় ব্যবধানে কখনও আর হারেননি হোসে মরিনহো। একই সঙ্গে মরিনহোর অধীনে ওর্ল্ড ট্র্যাফোর্ডে এই প্রথম কোনো দল হিসেবে টটেনহ্যাম তিনবার ম্যানইউর জালে বল জড়াল।
এই জয়ের মাধ্যমে লিভারপুল, চেলসি এবং ওয়ার্টফোর্ডের সঙ্গে সমান ৯ পয়েন্ট নিয়ে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৫ জন
- প্যারোলে মুক্তি পেল আওয়ামী লীগ নেতা
- নির্বাচনী আসন ভাগাভাগি করলো এনসিপির প্রার্থীরা
- মেহেদী হাসান মিরাজের নতুন নাম দিল আইসিসি
- সুখবর: দীর্ঘ অপেক্ষার পর আরব আমিরাতের ভিসা চালু
- নতুন ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে ৩ ক্রিকেটার
- শান্ত বাদ, তবে নতুন অধিনায়ক মিরাজ নয়
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সরাসরি জানালেন প্রধান উপদেষ্টা
- শেখ হাসিনা ও মার্কিন গোয়েন্দা প্রধানের তুলসীর বৈঠক নিয়ে যা জানা গেল
- দুই আসন থেকে নির্বাচন করবেন নাহিদ ইসলাম
- আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- বড় সুখবর পেল সরকারি কর্মকর্তা-কর্মচারীরা