ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

আফগান টি-টুয়েন্টি লীগে তামিম ইকবাল?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৮ ০১:০৩:০২
আফগান টি-টুয়েন্টি লীগে তামিম ইকবাল?

ইতিমধ্যে, ব্র্যান্ডন ম্যাককালাম, ক্রিস গেইল, শহীদ আফ্রিদি ও কুমার সাঙ্গাকারা এই টুর্নামেন্টে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এই টুর্নামেন্টে খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের বেশ কয়েকজনের ক্রিকেটারেরও।

বিশেষ করে টাইগার ওপেনার তামিম ইকবাল এই টুর্নামেন্টের প্রতি আগ্রহ দেখিয়েছেন। এমনটাই জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিনিয়োগ অংশীদার স্নেক্সার স্পোর্টসের প্রধান নির্বাহী আশিষ শেঠি।

তিনি বলেছেন, "আমরা ইতোমধ্যে ক্রিস গেইল, শহিদ আফ্রিদি, ব্রেন্ডন ম্যাককালাম, মিসবাহ উল হক, কুমার সাঙ্গাকারা, থিসারা পেরেরার, ইমরান তাহির ও তামিম ইকবালের মতো শীর্ষস্থানীয় আন্তর্জাতিক খেলোয়াড়দের সমর্থন পেয়েছি।"

এই টুর্নামেন্টে অংশ নিবে পাঁচটি দল। ৫ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ টি। অংশগ্রহণ করা পাঁচ প্রদেশের দলগুলো হলো কাবুল, কান্দাহার, নঙ্গরহার, পাকতিয়া ও বালখ।

টুর্নামেন্টের সবগুলো ম্যাচ মাঠে গড়াবে আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে। এদিকে, গত ১৩ই আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ছাড়পত্র পায় আফগানিস্তান টি২০ প্রিমিয়ার লীগ (এপিএল)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ