ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৮ ০০:৩৯:৪০
পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ!

তবে এবার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের হস্তক্ষেপে আবারো পাকিস্তানে ফিরতে পারে আন্তর্জাতিক ক্রিকেট।

আসছে এশিয়া কাপে দুবাইতে এশিয়ার শীর্ষ দলগুলোর কর্মকর্তারা উপস্থিত থাকবেন এবং এসময়ই এই ব্যাপারে আলোচনা করতে চায় তারা। আর গোপন খবর হলো পাকিস্তানের মূল দৃষ্টি বাংলাদেশের উপরই। একাধিক সূত্রে প্রাপ্ত তথ্যে এমনটাই জানা গেছে। কয়েকজন বিসিবি কর্মকর্তাও এবিষয়ে কথা বলেছেন। তাদের মতে এ বছর না হলেও পরের বছরই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। তবে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ এটা প্রায় নিশ্চিত।

বাংলাদেশের পর পাকিস্তানের টার্গেট ভারত। এরপরই অন্য দলগুলোকে পাকিস্তান মুখী করার কথা ভাববে পিসিবি । অর্থাৎ দীর্ঘমেয়াদি এক পরিকল্পনার মাধ্যমে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চান ইমরান খাঁন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ