ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ক্রিকেটারদের নেতিবাচক ব্যাপারে কঠোর হচ্ছে বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৭ ২১:১৫:১৫
ক্রিকেটারদের নেতিবাচক ব্যাপারে কঠোর হচ্ছে বিসিবি

ক্রিকেটারদের এধরণের একের পর এক নেতিবাচক খরবে আসায় ইমেজ ক্ষুন্ন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও। আর এ কারণেই দেশের ক্রিকেটের অবিভাবক সংস্থা আবারো এধরণেই ইস্যুতে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে।

সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মোসাদ্দেক ইস্যুতেও কথা বলতে হয়েছে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজনকে। এ সময় তিনি বলেন, ‘এটা পুরোটাই তাদের ব্যক্তিগত ও পারিবারিক ব্যাপার। তবে আমরা অভিভাবক হিসেবে বলতে পারি, বোর্ড এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবে। এই মুহূর্তে আমাদের সভাপতি মহোদয় দেশের বাইর আছেন। উনি যাওয়ার আগে এ ব্যাপারে কথা হয়েছে। মোসাদ্দেকের ব্যাপার ছাড়াও অন্য কিছু ব্যাপারেও কথা হয়েছে। আগে আমাদের কিছু পদক্ষেপ আপনারা সবাই দেখেছেন। তারপরও যদি অবস্থার উন্নতি না হয় বোর্ড আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।’

নিজাম উদ্দিন এসময় আরো বলেন, ‘মোসাদ্দেকের ব্যাপারটা যেটা দেখেছি, উনার স্ত্রী মামলা করেছেন। যেহেতু ওটা আদালতে চলে গেছে, আদালতে নিষ্পত্তি হোক। আর আমরা আমাদের বিষয়গুলোকে আমাদের মত করে দেখব। হয়ত খুব শীঘ্রই বসবো, সংশ্লিষ্ট প্লেয়ারদের ডাকা হবে। তাদের বক্তব্য শুনব।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ