মামলা মাথায় নিয়ে অনুশীলন করলেন মোসাদ্দেক

মোসাদ্দেকের বিপক্ষে যখন মামলার খবরটি মিডিয়ায় প্রকাশিত হলো, তার পরদিনই, অর্থ্যাৎ আজ (সোমবার) থেকেই শুরু হয়েছে এশিয়া কাপ ক্রিকেট উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। ৩১ সদস্যের প্রাথমিক দল আগেই ঘোষণা করেছিল বিসিবি। এদের মধ্যে প্রথমদিনের অনুশীলনে অনুপস্থিত ছিলেন দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব রয়েছেন সৌদি আরবে, পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে। আর মাহমুদউল্লাহ খেলছেন সিপিএলে।
বাকিদের নিয়েই আজ (সোমবার) সকাল থেকে শুরু হলো জাতীয় দলের প্রাথমিক অনুশীলন। অনুশীলন শুরু করা ক্রিকেটারদের মধ্যে ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকতও। সকাল সাড়ে ৯টার আগেই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে রিপোর্ট করেন মোসাদ্দেক। এরপর সতীর্থদের সঙ্গে মিলে নামেন মাঠে এবং স্বাভাবিকভাবেই প্রথম দিনের অনুশীলনের সব ক’টি সেশনে অংশ নেন।
আগেরদিন মামলার বেড়াজালে জড়িয়ে পড়ার খবর পেয়েছেন। স্বাভাবিকভাবেই নিজের মধ্যেই অস্বাভাবিক থাকার কথা মোসাদ্দেক হোসেন সৈকতের। তবে, তার ছিটেফোটাও অনুশীলনে এসে প্রকাশ করলেন না তিনি। সকাল থেকেই দেখা গেছে সপ্রতিভ। সতীর্থদের সঙ্গে অনুশীলন করছেন, খুনসুটিতে মাতছেন। দেখে কে বলবে, তার ওপর দিয়ে একটা ঝড় বয়ে যাচ্ছে?
সকাল সাড়ে ৯টায় শুরু হয় প্রথম দিনের অনুশীলন। শুরুতেই ফিটনেস ট্রেনিং। সকাল সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত চলে প্রথম সেশনের কার্যক্রম। এরপর দুপুর দেড়টা থেকে ৪টা পর্যন্ত চলে দ্বিতীয় সেশনের কার্যক্রম। ফিটনেস ট্রেনিংছাড়াও ক্রিকেটাররা অংশ নিয়েছেন ফিল্ডিং অনুশীলনেও। সব জায়গাতেই মোসাদ্দেকের উপস্থিতি ছিল স্বাভাবিক। দুশ্চিন্তাহীন অনুশীলন শেষ করেই মাঠ ছাড়েন জাতীয় দলের এই উদীয়মান ক্রিকেটার।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৫ জন
- প্যারোলে মুক্তি পেল আওয়ামী লীগ নেতা
- নির্বাচনী আসন ভাগাভাগি করলো এনসিপির প্রার্থীরা
- মেহেদী হাসান মিরাজের নতুন নাম দিল আইসিসি
- সুখবর: দীর্ঘ অপেক্ষার পর আরব আমিরাতের ভিসা চালু
- নতুন ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে ৩ ক্রিকেটার
- শান্ত বাদ, তবে নতুন অধিনায়ক মিরাজ নয়
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সরাসরি জানালেন প্রধান উপদেষ্টা
- শেখ হাসিনা ও মার্কিন গোয়েন্দা প্রধানের তুলসীর বৈঠক নিয়ে যা জানা গেল
- দুই আসন থেকে নির্বাচন করবেন নাহিদ ইসলাম
- আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- বড় সুখবর পেল সরকারি কর্মকর্তা-কর্মচারীরা