ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

'ওয়ালশ এই বয়সে পারলে, আমরা কেন পারবনা?'

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ২৭ ১৬:২৯:৫১
'ওয়ালশ এই বয়সে পারলে, আমরা কেন পারবনা?'

তবে বোলারদের কাউকে কব্জির প্রয়োগ করে সাফল্য পেতে দেখা গেছে কমই। আসন্ন এশিয়া কাপ উপলক্ষে ওয়ালশ থেকে এই টোটকা আবারো নিতে চান জাতীয় দলের বোলাররা।

ক্যাম্পের পেসাররা এখন অপেক্ষায় আছেন ছুটি কাটিয়ে ওয়ালশ কবে ক্যাম্পে ফিরবেন সেই আশায়। ইদের পরে অনুষ্ঠিত হওয়া ক্যাম্পের প্রথম দিন শেষে টাইগার পেসার আবু জায়েদ রাহি জানিয়েছেন এমনটাই।

'রিষ্ট বোলিং নিয়ে আমি কাজ করব। ওয়ালশের সঙ্গে আমাদের কথা হয়েছে। সে আসার পরে আমরা এটা নিয়ে কাজ করব।'

দেশের হয়ে দুটি টেস্ট ও তিনটি টি-টুয়েন্টি খেলে ফেলা রাহিকে সবচেয়ে অবাক করেছে এই বয়সেও ওয়ালশের বোলিং ক্ষুরধার! এখনও দুই দিকেই সমান দক্ষতায় সুইং করাতে পারেন এই ক্যারিবিয়ান।

'নেটে ওয়ালশের বোলিং দেখে আমরা জেলাস (ঈর্ষান্বিত)। কেননা এই বয়সে সে রিষ্টে বোলিং করে দুই দিকেই সুইং করাতে পারে। তো আমরা কেন পারবনা? সে আসার পরেই আমরা এটা নিয়ে কাজ করব।'

ক্যারিয়ারে ওয়ানডে এবং টেস্ট মিলিয়ে ৭৪৬ টি উইকেট নিয়েছেন টাইগারদের পেস বোলিং কোচ ওয়ালশ। নেটে এখনও তাঁকে খেলতে পা কাপে তামিম-মুশফিকদের। তাঁর মতো বোলারের কাছ থেকে যত দ্রুত কব্জির কৌশল রপ্ত করে নিতে পারে বোলাররা, ততোই দেশের ক্রিকেটের মঙ্গল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ